মোঃ মুবিনুল হক মুবিন, নাইক্ষ্যংড়ি >>
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে এক নারীর মৃত্যু নিয়ে নানা রহস্য, হত্যা না আত্মহত্যা এ নিয়ে এলাকায় চলছে আলোচনা আর সমালোচনা।
নিহত নারী রশিদা বেগম (৪৫) নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউপির ২ নং ওয়ার্ডের গিলাতলী গ্রামের সৌদি প্রবাসির স্ত্রী বলে জানা যায়। শুক্রবার (১০ সেপ্টেম্বর) ভোরে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেন। পুলিশের প্রাথমিক ধারণা এটা আত্মহত্যা হতে পারে।
ঘটনার সততা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি থানার ওসি তদন্ত শরিফ ইবনে আলম জানান, হত্যা না আত্মহত্যা সেটা পোস্টমর্টেম রিপোর্ট আসলে বিস্তারিত জানা যাবে।
ওয়ার্ড মেম্বার ফকির আহাম্মদ জানান, মহিলাটি মানসিক ভাবে আক্রান্ত ছিল। স্বাভাবিক মৃত্যু হয়েছে বলে চালিয়ে দিয়ে কাউকে না জানিয়ে পরিবারের লোকজন দাফনের ব্যবস্থা করেছিল।
পরে অস্বাভাবিক মৃত্যু হয়েছে এমন খবরে থানা পুলিশ ঘটনাস্থলে এসে গলায় আঘাতের চিহ্ন দেখে লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠান।
আজ শনিবার (১১ সেপ্টেম্বর) ময়নাতদন্ত শেষে নিহতের লাশ স্থানীয় কবরস্থানে দাফন করা হয়।
+ There are no comments
Add yours