ফুলবাড়ী হাসপাতালে মাস্ক ছাড়া প্রবেশের চেষ্টা, রিকসা চালকের মাথা ফাঁটিয়ে দিলেন পরিছন্নকর্মী

Estimated read time 1 min read
Ad1

বিপুল মিয়া- ফুলবাড়ী উপজেলা প্রতিনিধি >>

কুড়িগ্রামের ফুলবাড়ী হাসপাতালে মুখে মাস্ক না পড়ে প্রবেশের চেষ্টা করাকে কেন্দ্র করে এক রিকসা চালকের মাথা ফাঠিয়ে দিলেন গেটে দায়িত্বরত এক পরিছন্নতাকর্মী।

পরে স্থানীয়রা মারাক্তক আহত অবস্থায় রিকসা চালককে উদ্ধার করে হাসপাতাল ভর্তি করান। এ ঘটনাকে কেন্দ্র করে ফুলবাড়ী হামপাতালের মুল গেট বন্ধ করে দিয়েছেন ভুক্তভোগির স্বজন ও বিক্ষুব্ধ জনতা।

এতে বিলম্বের শিকার হয়েছেন করোনার ভ্যাকসিন নিতে আসা শতশত নারী-পুরুষ। খবর পেয়ে ফুলবাড়ী থানার পুলিশ ঘটনাস্থলে এসে মুলগেট খুলে দেয় এবং পরিস্থিতি শান্ত করে।

ঘটনাস্থলে থাকা প্রত্যক্ষদুর্শিরা জানান বুধবার সকাল সাড়ে ১১টার দিকে করোনার ভ্যাকসিন নেওয়ার জন্য রিকসা ভাড়া করে মোছা. হালিমা নামের এক যাত্রী রিকসায় উঠেন।

রিকসা চালক হাসানুর রহমান ওই যাত্রীকে নিয়ে হাসপাতাল গেটে পৌঁছিলে দায়িত্বরত হাসাপাতালে পরিচ্ছন্নতাকর্মী অঞ্জন চন্দ্র দাস মুখে মাস্ক না থাকায় প্রবেশ করতে বাঁধা দেন এবং মাস্ক পড়ে হাসপাতালে প্রবেশের জন্য বলেন। কিন্তু রিকসা চালকের মুখে মাস্ক না থাকায় দ্রুত যাত্রীকে নেমে দিয়ে ফেরার জন্য আবেদন করেন।

এক পর্যায় উভয়ের মধ্যে কথাকাটকাটি হয়। এতে ক্ষিপ্ত হয়ে রিকসা চালক সাহানুরকে গাছের ডাল দিয়ে এলোপাতাড়ী আঘাত করেন অঞ্জন চন্দ্র দাস।

এতে মাথা ফাটিয়ে যায় রিকসা চালকের। রক্তাত্ত অবস্থায় সাহানুর মাটিতে লুঠিয়ে পড়ে। এই করুণ দৃশ্য ঘটনাস্থল ও আশপাশের লোকজন দেখে তাকে উদ্ধার করে ফুলবাড়ী হাসপাতালে ভতি করায়।

এ খবর ছড়িয়ে পড়লে গুরুতর আহতের স্বজনরা জড়ো হয়ে হাসপাতাল গেটে অবস্থান নেন। পরিচ্ছন্নতাকর্মী অঞ্জুন চন্দ্র দাসের শাস্তির দাবী করে হাসপাতালের মুল গেট বন্ধ করে শতশত নারী পুরুষ অবস্থান নেয়।

এ সময় পরিচ্ছন্নতাকর্মী অঞ্জুন চন্দ্র দাস ভয়ে দ্রুত স্থান ত্যাগ করেন। আহত রিকসা চালকের বাড়ী উপজেলার কবির মামুদ গ্রামের মৃত আকবর আলী ছেলে।

আহতের মা আম্বিয়া বেওয়া জানান, আমরা গরীব মানুষ। দিন আনি দিন খাই। তাতে ছেলেটার মাথা ফাটিয়ে দিয়েছে। মোর ছেলেটার মাথায় ৮ টা সেলাই দিয়েছে বাহে। মোর ছেলেটা বাচঁবে কিনা একমাত্র আল্লায় যানে বাহে।

মুই ঐ পরিছন্নকর্মী উপযুক্ত বিচার চাং বাহে? এ প্রসঙ্গে ফুলবাড়ী হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বে থাকা মেডিকেল অফিসার মোছা. তাসলিমা নাসরিন জানান, মুখে মাস্ক না পড়ে হাসপাতালে প্রবেশ রিকসা চালকের মারামারি হয়েছে।

রিকসা চালক সাহানুর রহমানকে ভর্তি করা হয়েছে এবং তার মাথায় ৮টি সেলাই ও প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে দ্রুত উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours