বোয়ালখালী প্রতিনিধি >>
চট্টগ্রামের বোয়ালখালীতে অনুষ্ঠিত হতে যাওয়া ২০ সেপ্টেম্বরের বোয়ালখালী পৌরসভা নির্বাচনে শক্তির প্রভাব খাটিয়ে ভোটারদের ভয়ভীতি দেখিনো।
এছাড়াও ঘরে ঘরে তল্লাশী চালিয়ে গ্রেফতার আতংক সৃষ্টি করে ভোটের পরিবেশ নষ্ট করার অভিযোগ উঠেছে বোয়ালখালী থানা পুলিশের বিরুদ্ধে।
শুক্রবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়েজিত এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন বোয়ালখালী পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী এসএম মিজানুর রহমান।
সংবাদ সম্মেলনে কাউন্সিলর প্রার্থী এসএম মিজানুর রহমান অভিযোগ করে বলেন, তার বাবা মুক্তিযোদ্ধাকালীন প্লাটুন কমান্ডার ছিলেন। পৌর নির্বাচনের তারিখ ঘোষণার পর থেকে তিনি প্রচার প্রচারণা চালিয়ে আসছেন।
কিন্তু গত কয়েকদিন আগে থেকে এক অশুভ শক্তি তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন এবং নির্বাচন থেকে সরে যেতে নানা ধরনের হুমকি দিচ্ছেন ও তার ভোটার, কর্মী সমর্থকদের ভয়ভীতি দেখানো হচ্ছে। পোস্টার ব্যানার ছিড়ে প্রচারণায় বাধা দেয়া হচ্ছে।
গত ১৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাতে শুরু হয় তার নির্বাচনী এলাকার কর্মী সমর্থকদের উপর পুলিশি নির্যাতন। মুক্তিযোদ্ধা রিভার ভিউ এলাকায় তার কর্মী সমর্থকদের তালিকা বানিয়ে ঘরে ঘরে পুলিশ তল্লাশী শুরু করেছে।
গত কয়েকদিন ধরে পুলিশ তার নির্বাচনী কাজে নিয়োজিত ২৫-৩০ জন কর্মী সমর্থকদের উপর মার মুখী আচরণ করছেন। পুলিশের এ ধরনের আচরণে বাকরুদ্ধ ও হতবাক সাধারণ জনগণ ও ভোটার।
বোয়ালখালীতে ৯টি ওয়ার্ডে কাউন্সিলর পদে নির্বাচন অনুষ্টিত হলেও অদৃশ্য শক্তির বলে ও ইশারায় পুলিশ অতি উৎসাহি হয়ে শুধু তার এলাকার ভোটার কর্মীদের উপর দমন পীড়ন, নিযার্তন ও হয়রানি করছেন। ঘরে ঘরে তল্লাশি ও গ্রেফতার আতংক সৃষ্টি করে ভোটের পরিবেশ নষ্ট করছেন পুলিশ।
মানুষের ভোটের অধিকার নিশ্চিত করে নিরপেক্ষ,অবাধ ও সুষ্ট নির্বাচন অনুষ্টানের জন্য প্রশাসনসহ সংশ্লিষ্ট সকলের কাছে দাবী জানান তিনি।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল করিম জানান, বিষয়টি তিনি জানেন না।
+ There are no comments
Add yours