রাতের আঁধারে ঘরের দুয়ারে চিরকুটসহ টাকা

Estimated read time 1 min read
Ad1

নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

কুড়িগ্রামের নাগেশ্বরী পৌরসভার সুখাতী ভাটিয়াটারী গ্রামে, রাতের অন্ধকারে কেউ একজন চিরকুটের সঙ্গে টাকা রেখে গেছে ঘরের দুয়ারে। চিরকুটে লেখা- ‘এই টাকাটা ক্ষতি করেছি মাফ করে দেবেন’।

ঘরের দুয়ারে এরকমই লেখা হলুদ কাগজের চিরকুটের সঙ্গে টাকা দেখতে পেয়ে হতবাক ৫ বাড়ির মালিক।

উক্ত গ্রামের হাসানুর রহমান জানান, শুক্রবার (১৭ সেপ্টেম্বর) রাতের খাওয়া শেষে সাড়ে ৮ টায় ঘরের দরজা দিয়ে শুয়ে পড়ে। রাত ৯টার দিকে হঠাৎ মানুষের পায়ের শব্দ শুনে দরজা খুলে বের হয়ে দেখেতে পায় কেউ একজন বাড়ি থেকে দ্রুত বেরিয়ে যাচ্ছেন। পিছু পিছু গিয়েও দেখা পান নি। ফিরে এসে দরজা বন্ধ করতে গিয়ে দেখেন সেখানে পড়ে আছে একটা ১০০ টাকার নোট। টাকার সঙ্গে হলুদ কাগজের একটি চিরকুট।

পরে তিনি শুনতে পান, একইভাবে একই এলাকার আবু বকরের ছেলে আব্দুল বারেকের ঘরের দরজায় ১০ টাকা, ইসমাইলের ছেলে আব্দুস সাত্তারের ঘরের দরজায় ৫০ টাকা, মৃত শমসের আলীর ছেলে সাইদুরের ঘরের দরজায় ৩০ টাকা, ছফর আলীর ছেলে মজনু মিয়ার ঘরের দরজায় ১০০ টাকা রেখে গেছে অজানা কোন ব্যক্তি।

মুহুর্তের মধ্যে ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে, উৎসুক জনতা দেখতে ভীর জমায়। ঘটনাটি নিছক রসিকতা না অন্যকিছু এ নিয়ে এলাকায় চলছে ব্যাপক আলোচনা।

নাগেশ্বরী পৌরসভার ৫ নং ওয়ার্ড কমিশনার রুহুল আমিন জানান, ওই গ্রামটি আমার নির্বাচনী এলাকার অন্তর্ভুক্ত। বিষয়টি আমার কানেও এসেছে। কে, কেন এই কাজটি করেছে তা আমার বোধগম্য নয়।

 

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours