আকাশ মারমা মংসিং বান্দরবানঃ
” আমি জুয়েন, তোমরা যা ভেবেছ তা নয়, আমি সত্য বলে দিয়ে য়া” এই কথাটি চিরকুটে লিখে গাছের গামছা গলায় ঝুলে এক ত্রিপুরা ব্যক্তি আত্মহত্যা ঘটনা ঘটেছে।
১৮ সেপ্টেম্বর শনিবার সকালে বান্দরবান মিলনছড়ি পুলিশ ক্যাম্প সংলগ্ন বান্দরবান সদর ইউনিয়নের ৩নং ওয়ার্ড ছাইঙ্গ্যা ত্রিপুরা পাড়ায় সুইসাইড নোট লিখে আত্মহত্যা ঘটে ।
মৃতব্যক্তি জুরেন ত্রিপুরা (৪০), সেই সদর ইউনিয়নের ৩নং ওয়ার্ড ছাইঙ্গ্যা ত্রিপুরা পাড়ার অবিচন্দ্র ত্রিপুরার ছেলে ।
এইদিকে মৃত্যু ঘটনার সত্যতা নিশ্চিত করে জুরেন ত্রিপুরার স্ত্রী বিবিনি ত্রিপুরা( ২৩) জানান, গেল কয়েকদিন আগে তার আত্মীয়স্বজন পাহাড় ধবসে নিহত হলে দুইজন ছেলে ও মেয়েকে উদ্বার শেষে জুরেন ত্রিপুরা মানসিকভাবে ভেঙ্গে পড়েন। পরদিন সেই মানসিক ভাবে ভেঙে পড়ায় খাওয়া দাওয়া ঠিক মত করেনি। তার কাছে জানতে চাইলে সেই নিজের মত ভাবে চুপচাপ ভাবে থাকে। কিন্তু আজ হঠাৎ ভোরের উঠে দেখি সে বিছানায় নাই। পরে সকালে খোঁজাখুজি করে না পেয়ে আত্মীয়স্বজনকে ডাকা-ডাকি করে পার্শ্ববর্তী ঝিড়িতে ঝুলন্ত অবস্থায় আমরা দেখতে পায়।
আরো জানা যায়, মৃত্যু করা আগে তার ডাইরি চিরকুটে এই কথা উল্লেখ করে লিখে দিয়ে যায় “আমি জুয়েন, তোমরা যা ভেবেছ তা নয়, আমি সত্য বলে দিয়ে য়া ” এই চিরকুট ডায়রিটি তার শোচানো ঘর থেকে উদ্বার করে আইনশৃঙখলা বাহিনী।
এই বিষয়ে বান্দরবান সদর থানার দায়িত্বরত তদন্ত পুলিশ কর্মকর্তা এসআই গোবিন্দ কুমার শর্মা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়েছে। তবে মৃত্যু আগে তার চিরকুট উদ্বার করা হয়েছে। ময়না তদন্ত শেষে লাশ স্বজনদের নিকট হস্তান্তর করা হবে জানান এই কর্মকর্তা।
+ There are no comments
Add yours