খবর বাংলা ডেস্কঃ সবজি তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাঙ্গুনিয়ার এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে রাউজানের চুয়েট এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম নারায়ন কর (৫২)। তিনি উপজেলার পোমরা তালুকদার পাড়া এলাকার ডা. মতিলাল কর বাড়ির মৃত যতিন্দ্র করের ছেলে।
নিহত নারায়ণ চুয়েটের শেখ রাসেল হলে নিরাপত্তা কর্মী হিসেবে কর্মরত ছিলেন।
তার ভাতিজা বিজয় কর জানিয়েছেন, নারায়ন কর চুয়েটে কর্মরত ছিলেন। চুয়েটের পাশেই পতিত জমিতে তিনি ধুন্দুল ক্ষেতের চাষাবাদ করেছেন। বুধবার সকালে তিনি ক্ষেতে সবজি তুলতে গিয়েছিলেন। এসময় ক্ষেতের পাশে একটি বৈদ্যুতিক খুঁটির তার ছিড়ে পড়েছিল। অসাবধানতাবশত সেই তারে জড়িয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বিজয় আরও বলেন, এভাবে বৈদ্যুতিক তার ছিড়ে পড়ে থাকলেও কর্তৃপক্ষ কোন ব্যবস্থা নেয়নি। তাদের গাফিলতির কারণেই তার চাচার প্রাণ দিতে হলো। তার পরিবারে স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়ে রয়েছে বলে জানান তিনি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নোয়াপাড়া পুলিশ ফাড়ির এসআই অনুপম দাশ জানান, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হচ্ছে।
+ There are no comments
Add yours