বান্দরবানে হোটেল-মোটেল-এ ৩০ শতাংশ ছাড়!

Estimated read time 1 min read
Ad1

আকাশ মারমা মংসিং,বান্দরবান

আসন্ন ২৭ সেপ্টেম্বর বিশ্ব আন্তর্জাতিক পর্যটন দিবসটিকে কেন্দ্র করে সরকারি নির্দেশনা প্রজ্ঞাপনে একদিনের জন্য পর্যটকদের সুবিধার্থে সকল পর্যটনকেন্দ্রে হোটেল-মোটেলগুলোকে ৩০ শতাংশ ছাড় দেয়া জারি করেন। তবে বান্দরবানে পর্যটকদের আরো আকৃষ্ট করতে হোটেল মোটেল মালিক সমিতি পক্ষ থেকে ৭দিনের জন্য ৩০শতাংশ ছাড় দেয়া হচ্ছে।

২৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেলে বান্দরবান জেলা পরিষদের আয়োজনে পরিষদ সভা কক্ষে এক প্রস্তুতিমূলক সভা এই সিদ্ধান্ত নেয়া হয়।

আগামী বিশ্ব পর্যটক দিবসের উপলক্ষে থাকছেন মাউন্টেন বাইসাইকেল প্রতিযোগিতার। সেই প্রতিযোগিতায় বিভিন্ন জেলা মাউন্টেন বাইকিং বাইকার অংশগ্রহণ করবে। তাছাড়া পর্যটকদের বিনোদনের জন্য বান্দরবান বসবাসরত পাহাড়ীরা নিজেদের পোষাক পরিধানের ঐতিহ্য তুলে ধরবেন ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পাহাড়ীদের তৈরি বিভিন্ন রান্না প্রতিযোগিতাসহ ৭দিনের নানান আয়োজন হাতে নেওয়া হয়েছে বলে সভা উত্থাপন করা হয়।

এসময় আগত অতিথিবৃন্দরা পর্যটন নগরী বান্দরবানকে আসন্ন পর্যটন দিবসকে মাথা রেখে আগত পর্যটকের জন্য আকৃষ্ট করতে মনের অনুভূতি একে একে মতামত পেশ করেন। এতে সবার সিধান্তক্রমে মনিটরিং কমিটি গঠন করে গৃহীত সিধান্ত বাস্তবায়ন করা হবে বলে জানান জেলা পরিষদ সমন্বয় কমিটি।

সভায় বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা সভাপতিত্বের জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা এ টি এম কাউছার হোসেন, সদস্য মোজাম্মেল হক বাহাদুর, সিইয়ং ম্রো, সিইয়ং খুমি, তিতিংম্যা মারমা, ট্যুরিস্ট পুলিশ কর্মকর্তা আমিনুল ইসলাম, হোটেল- মোটেল মালিক সমিতির সভাপতি অমল দাশ, প্রশাসনিক কর্মকর্তা উচিংমং, জনসংযোগ কর্মকর্তা জুড়িমং মারমা, প্রেস ক্লাবের সভাপতি মিনরুল ইসলাম মনু, সিনিয়র সাংবাদিক আমিনুল ইসলাম বাচ্চু, বিভিন্ন সরকারি-বেসরকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরাসহ জেলা কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া উপস্থিত ছিলেন।

শেষে আসন্ন বিশ্ব আন্তর্জাতিক পর্যটন দিবসকে সুন্দর ও সার্থক করার জন্য সকলের সহযোগিতা কামনা করেন।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours