আকাশ মারমা মংসিং, বান্দরবানঃ
বান্দরবানে রোয়াংছড়ি উপজেলার সাঙ্গু নদীর সংযোগস্থল তারাছা খালের মুখ থেকে এক অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে রোয়াংছড়ি ফরেস্ট রেঞ্জ অফিস সংলগ্ন তারাছা খালের কিনারায় একটি ভাসমান অবস্থায় লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।
খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে থানা নিয়ে আসে। তবে মৃত লাশটি কোন সম্প্রদায়ের লোক তা শনাক্ত করা যায়নি বলে জানান আইনশৃঙখলা বাহিনী।
এ ব্যাপারে রোয়াংছড়ি ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: তৌহিদ বলেন, স্থানীয়রা খবর দিলে থানায় সঙ্গীয় ফোর্স নিয়ে মৃত যুবকের লাশ উদ্ধার করেছি।
তিনি আরো জানান, লাশের মাথায় ধারালো ছুরির আঘাতের চিহ্ন ও গভীর জখম দেখা গেছে। তবে মৃত লাশটি কোন সম্প্রদায়ের লোক তা শনাক্ত করা যায়নি। পরে তদন্ত করে বিস্তারিত জানা যাবে।
+ There are no comments
Add yours