নাইক্ষ্যংছড়ির অস্ত্রের কারখানায় পুলিশের হানা

Estimated read time 1 min read
Ad1

মো. মুবিনুল হক মুবিন, নাইক্ষ্যংছড়ি >>

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির দূর্গম পাহাড়ে অস্ত্রের কারখানায় পুলিশের হানা ১টি দেশিও তৈরি একনলা বন্দুকসহ বিপুল পরিমাণ অস্ত্র তৈরীর সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) রাতে উপজেলার দুর্গম আলিক্ষ্যং মৌজার লেদুখালের তীরে বক্করের রাবার বাগানস্থ কারখানা থেকে অস্ত্র ও এসব সরঞ্জাম উদ্ধার করে থানা পুলিশ।

থানার অফিসার ইনর্চাজ আলমগীর হোসেনের নেতৃত্বে উপজেলা সদর হইতে ৫০ কিলোমিটার পথ রাত ১০ টায় পায়ে হেঁটে ৩ ঘন্টা পর কারখানাস্থলে পৌঁছেন অভিযানকারী দলটি। তখন রাত ১টা পার হয়ে যায়।

এসময় দেড়’শ গজ দূরে কারখানার প্রধান সড়ক ২টিতে পাহারাদার পুলিশের উপস্থিতি টের পেয়ে অস্ত্রের কারিগর সহ সহযোগীরা পাহাড়ি পথ দিয়ে কমান্ডো স্টাইলে পালিয়ে যায়।পুলিশ কারখানা থেকে ১ টি একনলা সচল বন্দুক সহ বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করতে সক্ষম হন।

থানার অফিসার ইনর্চাজ মো. আলমগীর হোসেন বলেন, চিহ্নিত কিছু পেশাদার কারিগর এ অস্ত্র তৈরী করছিল। তারা ইতিপূর্বে ৫ টি অস্ত্র বানিয়ে বিক্রি করছে। থানায় এ বিষয়ে মামলা হয়েছে। জড়িতদের আটকের অভিযান চলছে।

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours