নলছিটিতে মোবাইল কোর্টে জরিমানা আদায়

Ad1

আমির হোসেন, ঝালকাঠি প্রতিনিধি >>

ঝালকাঠির নলছিটিতে মঙ্গলবার বিকাল ৫ টার দিকে শহরের হাসপাতাল রো‌ডে মোবাইল কোর্ট প‌রিচালনা ক‌রে তিন‌টি ফা‌র্মেসী‌তে ৩৫০০ টাকা জ‌রিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

মোবাইল কোর্ট পরিচালনা ক‌রেন উপ‌জেলা নির্বা‌হী অ‌ফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রুম্পা সিকদার। এ সময় তাঁর সা‌থে ছি‌লেন উপ‌জেলা স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সের ডাঃ মে‌হেদী হাচান।

জানা গেছে মোসার্স তা‌নিয়া ড্রা‌গকে মেয়াদ উত্তীর্ণ ঔষধ সংরক্ষন করার দায়ে ২০০০ টাকা, মেসার্স শেফা ড্রাগ হাউ‌জকে ফি‌জি‌শিয়ান স‌্যাম্পল পাওয়ার দায়ে ১০০০ টাকা ও মেসার্স ইমরান ফা‌র্মেসী‌তে স‌্যাম্পল বি‌ক্রির দায়ে ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

এ সময় ভ্রাম‌্যমান আদালতের নির্বাহী ম‌্যা‌জি‌স্ট্রেট বলেন কোন ভা‌বেই মেয়াদাত্তীর্ণ ঔষধ, স‌্যাম্পল ও আন‌রে‌জিষ্টার্ড প্রোডাক্ট বি‌ক্রি করা যা‌বে না । ভবিষ‌্যতেও ভ্রাম‌্যমান আদালতের অভিযান চলমান থাক‌বে ।

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours