আকাশ মারমা মংসিং, বান্দরবানঃ
পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেন,পর্যটন দিক দিয়ে বান্দরবান জেলা আজ সুনাম অর্জন করেছে। যা আমাদের গর্বে বিষয়। পাশাপাশি থানচি বাসীকে মাননীয় প্রধানমন্ত্রী দেশমাতা শেখ হাসিনা খোজ নিয়ে থাকেন। দেশমাতা নির্দেশনা আজ থানচি উপজেলাতে উন্নয়ন ধারা বয়ে দিয়েছে। পূর্বে আগে থানচি উপজেলায় যেখানে উন্নয়ণ ছোয়া লাগেনি এমনকি থানচি যে কেউ যেতে ভয় পাই আজ সেই থানচি প্রধানমন্ত্রী হাতের ছোয়াই লেগে পরিবর্তন হয়ে উন্নয়ন দিকে অগ্রসর হয়েছে।
মন্ত্রী আরো বলেন, দেশমাতা শেখ হাসিনা কোটি কোটি টাকা খরচ করে দেশে জনগনকে সুস্থ রাখতে অনান্য দেশ থেকে টিকা নিয়ে বিনামূল্য টিকা দিয়েছে। সেই টিকা আজ সাধারণ মানুষ গ্রহন অনেক সুস্থ আছেন বলে মন্তব্যে করেন।
২৯ সেপ্টেম্বর বুধবার থানচি উপজেলা নবনির্মিত স্বাস্থ্য কমপ্লেক্সে জেলা পরিষদ চেয়ারম্যান ক্যশৈহ্লা সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্তিত থেকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি মতবিনিময় সভায় এই কথা বলেন।
এইসময় বান্দরবান দুর্গম এলাকায় থানচি উপজেলায় বান্দরবান পার্বত্য জেলা পরিষদে অর্থায়নে দুস্থ পরিবার মাঝে প্রধানমন্ত্রী উপহার ১৫টি ঘর ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বাস্তবায়নে নবনির্মিত স্বাস্থ্য কমপ্লেক্স সহ বিভিন্ন ভিত্তিপ্রস্তর শুভ উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
এইদিকে থানচি বালিকা উচ্চ বিদ্যালয় ভবন,রেমাক্রী বাজার বৌদ্ধ বিহার নির্মাণ, রেমাক্রী বাজার শেড ও রেমাক্রী বাজার রেষ্ট হাউজ নির্মাণসহ পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বাস্তবায়নে ২ কোটি ২৪ লক্ষ অর্থ ব্যায়ের ৪টি প্রকল্প ও ১৫ কোটি অর্থব্যায়ে নবনির্মিত স্বাস্থ্য কমপ্লেক্স ৩১ হতে ৬০ শয্যা উন্নতিকরণ এবং দুস্থ পরিবার মাঝে প্রধানমন্ত্রী উপহার ১৫ টি ঘর চাবি হস্তান্তরসহ বিভিন্ন প্রকল্প শুভ উদ্বোধন করা হয়।
সভায় উপস্তিত ছিলেন, বান্দরবান জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি, অতিরিক্ত পুলিশ সুপার সরোয়ার রেজা, বান্দরবান সিভিল সার্জন অংশৈপ্রু, থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা আতাউল ওসমান গণি, জেলা পরিষদে নির্বাহী প্রকৌশলী মোঃ জিয়াউর রহমান, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের প্রকল্প পরিচালক মোঃ আব্দুল আজিজ, বান্দরবান ইউনিটে নির্বাহী প্রকৌশলী আবু বিন মোঃ ইয়াছিন আরাফাত, থানচি উপজেলা চেয়ারম্যান থোয়াই হ্লা মং মারমা, থানছি সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সুদ্বীপ রায়, বান্দরবান পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ডাঃ অংচালু, থানচি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ ওয়াহিদুজ্জামান মুরাদ,জেলা পরিষদ সদস্য তিতিম্যা মারমা সহ সরকারি কর্মকর্তা কর্মচারীবৃন্দ ও প্রিন্ট ইলেক্ট্রনিক মিডিয়ার সহ এলাকাবাসী সর্বসাধারণ ব্যক্তিবর্গ প্রমুখ।
অনুষ্ঠান শেষে থানচি উপজেলা স্বাস্থ কপমপ্লেক্স পক্ষ হতে পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপিকে সম্মাননা স্বারক প্রদান করে শুভেচ্চা জানানো হয়।
+ There are no comments
Add yours