নিজস্ব প্রতিবেদক :
বান্দরবানের লামায় ফাইতং মগনামা পাড়া ৭নং ওয়ার্ড সমাজ পরিচালনা কমিটি সর্দার নির্বাচন উপলক্ষে শুক্রবার (০১অক্টোবর ২১ইং) সকাল থেকে চলছে শান্তি পূর্ণভাবে ভোট গ্রহন হয়।
সর্দার নির্বাচনে কেন্দ্রে ১টি বুথে দুপুর ২ টায় থেকে ভোট গ্রহন শুরু হয়।ভোট চলে বিকাল ৪টা পর্যন্ত। ভোটার উপস্থিতি রয়েছে চোখে পড়ার মতো।নারী-পূরুষ লম্বা লাইন দিয়ে তাদের পছন্দ প্রার্থীদের মূল্যবান ভোট প্রদান করছেন কেন্দ্র।
কেন্দ্র ঘুরে দেখা যায় শান্তিপূর্ণভাবে ভোট গ্রহন চলছে। আইনশৃঙ্খলা বাহিনী দায়িত্ব রয়েছে ওয়ার্ড প্রতিনিধি টহল অব্যাহত রয়েছে।
নির্বাচনে সর্দার ৩জন ও মেম্বার সদস্য ৫জন মোট ৮ জন মনোনিত প্রার্থী হিসেবে লড়ছেন, ১নং মো. সাহাব উদ্দিন চেয়ার প্রতীক নিয়ে।
২নং মো. আবুল কাশেম ছাতা মার্কা, ৩নং জালাল উদ্দীন (বাদশা) আনারস মার্কা ৫জন মেম্বার সদস্য মধ্যে রয়েছে ১নং রেজাউল করিম মোটরসাইকেল ২নং জয়নাল আবেদীন মোরগ মার্কা ৩নং দিল মোহাম্মদ কলসি মার্কা ৪নং আবু বকর জবাফুল মার্কা ৫নং তোফাজ্জল ফুটবল মার্কা নিয়ে এলাকায় বাসী মাঠে ও কেন্দ্র আছেন এবং শান্তি পূর্ণ ভোট চালানো জন্য ফাইতংয়ে সম্মানিত ব্যাক্তি বর্গ উপস্থিত ছিলেন, ফাইতং ইউনিয়ন আওয়ামিলীগ যুগ্ম সাধারণ সম্পাদক মাহামুদুর রহমান শুক্কুর ও ইউপি, ৭নং ওয়ার্ড মেম্বার থোইহ্লাচিং মার্মা বঙ্গবন্ধু পরিষদ সভাপতি বদিউল আলম সহ ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিক প্রমুখ।
সর্দার নির্বাচনের দায়িত্ব কর্মকর্তা প্রিসাইড়িং অফিসার, মাহামুদুর রহমান শুক্কুর ,পুলিং অফিসার মোহাম্মদ ইসমাইলুল করিম, সমাজ পরিচালনা কমিটি প্রধান উপদেষ্টা, সিরাজুল ইসলাম ,মোট ভোটে সংখ্যা ছিল ৭১টি ভোট কাস্ট হয়েছে ৭০টি এর মধ্যে কেন্দ্রেই শান্তিপূর্ণভাবে ভোট গ্রহন চলছেন।
ভোট শেষ হওয়া পর্যন্ত কোন প্রার্থীও কোন অভিযোগ করেনি। চেয়ার মার্কা ভোট পেয়েছেন ৩৩টি, ছাতা মার্কা ০১টি, আনসার মার্কা ৩৬ ভোট এর মধ্যে আনসার মার্কা ৩ভোট বেশি পেয়ে কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়ে সর্দার নির্বাচন হয়েছেন জালাল উদ্দীন বাদশা।
এবং মোটরসাইকেল মার্কা,ভোট পেয়েছেন (০৮টি)মোরগ মার্কা,(১৮) কলসি মার্কা,(২৫টি) জবাফুল মার্কা,(১০টি) ফুটবল মার্কা(০৯টি)।
+ There are no comments
Add yours