ফুলবাড়ী(কুড়িগ্রাম)প্রতিনিধি ::
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার পূর্ব রামরামসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খাদিজা বেগমের বিরুদ্ধে সভাপতির স্বাক্ষর জাল করে প্রতারণার উদ্দেশ্যে বিদ্যালয়ের যৌথ হিসাব থেকে সরকারী অনুদানের টাকা উত্তোলণের অভিযোগে আদালতে মামলা দায়ের হয়েছে।
গতকাল বৃহস্পতিবার ওই বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আবু মুসা বাদী হয়ে বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত ফুলবাড়ী অ ল- কুড়িগ্রামে এ মামলা দায়ের করেন। মামলার পিটিশন নম্বর- ২১/২১ (ফুল)।
মামলার বিবরণে জানা যায়, ওই বিদ্যালয়ের সভাপতি ও প্রধান শিক্ষকের যৌথ স্বাক্ষরে পরিচালিত সোনালী ব্যাংক লিমিটেড ফুলবাড়ী শাখা কুড়িগ্রাম এর ৫২০৫০-৩৪১৫১৬৪৫ নং হিসাব থেকে প্রধান শিক্ষক খাদিজা বেগম প্রতারণার উদ্দ্যেশে গোপনে সভাপতি আবু মুসার স্বাক্ষর জাল করে ০৩/০৯/২০২০ তারিখ এবং ২০/০৯/২০২০ দুই কিস্তিতে ৮২ হাজার টাকা উত্তোলণ করেন।
এ ব্যাপারে বিভিন্ন দপ্তরে অভিযোগ করে প্রতিকার না পেয়ে অবশেষে আদলতের আশ্রয় নেন সভাপতি আবু মুসা।
ম্যানেজিং কমিটির সভাপতি আবু মুসা বলেন, প্রতারণার উদ্দ্যেশে আমার স্বাক্ষর জাল করে প্রধান শিক্ষক কর্তৃক টাকা উত্তোলন করার বিষয়ে বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করি।
কিন্তু কর্মকর্তারা তদন্ত করে অভিযোগের সত্যতা পাওয়ার প্রতিবেদন দিলেও ওই শিক্ষকের বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহন করেননি।
তাই বাধ্য হয়ে পেনাল কোডের-৪৬৭, ৪৬৮ ও ৪৭১ ধারায় আদালতে মামলা করেছি। বিজ্ঞ আদালত সিআইডিকে অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছেন।
স্বাক্ষর জাল করার বিষয়টি অস্বীকার করে প্রধান শিক্ষক খাদিজা খাতুন বলেন,সভাপতি আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছেন।
+ There are no comments
Add yours