খবর বাংলা টোয়েন্টিফোর:
অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে বেকারি পণ্য উৎপাদন ও বিক্রির দায়ে চট্টগ্রাম কলেজ রোডস্থ গণি বেকারিকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করে চট্টগ্রাম সিটি কর্পোরেশন’র ভ্রাম্যমাণ আদালত।
রোববার ( ৩ অক্টোবর) চট্টগ্রাম সিটি কর্পোরেশন’র চসিক’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী এ জরিমানা করেন।
এছাড়া একই অভিযানে তিনি সিরাজুদ্দৌলা রোডের সাব-এরিয়া এলাকায় রাস্তা দখল করে ব্যবসায় পরিচালনার দায়ে আঞ্জুমান সেন্টারকে ৫ হাজার টাকা জরিমানা।
এছাড়া অপর এক অভিযানে স্পেশাল ম্যাজিস্ট্রেট জাহানারা ফেরদৌসের নেতৃত্বে লালখান বাজার এলাকায় ফুটপাত ও রাস্তা দখল করে জনসাধারনের চলাচলে বিঘ্ন সৃষ্টির দায়ে একটি প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা, কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ অভিযানে সহায়তা প্রদান করে।
+ There are no comments
Add yours