বান্দরবানে হেডম্যান সম্মেলন অনুষ্ঠিত

Estimated read time 1 min read
Ad1

বান্দরবান প্রতিনিধিঃ

বান্দরবানে সেনা রিজিয়নের তত্বাবধায়নে হেডম্যান সম্মেলন-২০২১ অনুষ্ঠিত হয়েছে।

৬ অক্টোবর বুধাবার দুপুরে বান্দরবান সেনা রিজিয়নের আয়োজনে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ হল রুমে হেডম্যান সম্মেলনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান সেনা রিজিয়ন ব্রিগেডিয়ার কমান্ডার জেনারেল মোঃ জিয়াউল হক।

 

বান্দরবান রাজা বোমাং সার্কেল উ চ প্রু মারমা বলেন, সকল হেডম্যানগণের পার্বত্য অঞ্চলে শিক্ষার মান বাড়াতে এবং সেনাবাহিনীকে সহযোগীতা উৎসাহ প্রদান করত্ব হবে। তিনি দৃঢ়ভাবে বলেন, “এ দেশের আইনকানুন মেনে সবাই সরকারের নির্দেশনা মানবে, এটাই রাজার নির্দেশনা”।

 

ব্রিগেডিয়ার জেনারেল জিয়াউল হক বলেন, পার্বত্য জেলা দেশের ১০ ভাগের ১ ভাগ। আর দেশের দশভাগ উন্নয়ন হেডম্যান কারবারীদের হাতে। তাই হেডম্যান কাবরবারীগণ তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করলে এই উন্নয়ন করা সম্ভব।

এই সময় হেডম্যানগণও তাদের নিজ নিজ মতামত বান্দরবান রিজিয়ন এর নিকট উপস্থাপন করেন। এছাড়াও হেডম্যানগণের বক্তব্য শোনার পরে জোন কমান্ডারগণ পাহাড়ে শান্তি সম্প্রীতি বজায় রাখতে গঠনমূলক আলোচনা উপস্থাপন করেন।

সম্মেলনে বান্দরবান প্রধান বোমাং সার্কেল রাজা উ চ প্রু মারমা, বান্দরবান সেনা রিজিয়নের সকল জোনের জোন কমান্ডারগণ , অন্যান্য সেনা কর্মকর্তা, বান্দরবান পার্বত্য জেলার সর্বমোট ৭১ জন হেডম্যান উপস্থিত ছিলেন।

পরিশেষে সকল আমন্ত্রিত অতিথিদেরকে শুভেচ্ছা উপহার প্রদান করে সম্মেলনের আলোচনা সভা সমাপ্তি ঘটে।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours