মো. মুবিনুল হক মুবিন, নাইক্ষ্যংছড়ি
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আলমগীর হোসেন বান্দরবান জেলায় আবারো ৮ম বারের মত শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে মনোনীত হয়েছেন।
গত মাসের সার্বিক প্রশাসনিক দায়িত্ব ও কর্তব্য পালনে কর্ম বিবেচনায় তিনি শ্রেষ্ঠ অফিসার হিসাবে এ সম্মাননা স্মারকে ভূষিত হলেন।
বুধবার (৬ অক্টোবর ) বেলা সাড়ে ১১ টায় বান্দরবান জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় নাইক্ষ্যংছড়ি থানার অভিজ্ঞ পুলিশ কর্মকর্তা মুহাম্মদ আলমগীর হোসেনকে জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে মনোনীত করেন।
কল্যাণ সভা শেষে বান্দরবানের পুলিশ সুপার জেরিন আক্তার এর হাত থেকে তিনি এ বিশেষ সম্মাননা পুরস্কার গ্রহণ করেন।
উল্লেখ্য, তিনি নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ হিসেবে যোগদানের পর হইতে বিপুল পরিমাণ ইয়াবা, চোলাই মদ, স্বর্ণ, ওয়ারেন্ট তামিলকারী ও দাপ্তরিক কর্মকাণ্ড এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সাফল্যতাসহ বিভিন্ন কার্যক্রম সুষ্ঠু, সুন্দর, নির্ভুল ও সূচারুরূপে পালন করেন। তাই জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের সার্বিক বিবেচনায় তিনি আবারও ধারাবাহিক ভাবে জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসাবে মনোনিত হন।
এছাড়াও তিনি বিভিন্ন জেলা ও উপজেলায় কর্মরত অবস্থায় এধরণের সফলতার জন শ্রেষ্ঠ পুলিশ অফিসার হিসেবে অসংখ্য পুরস্কার লাভ করেন।
এছাড়াও ওসি আলমগীর হোসেন নাইক্ষ্যংছড়িতে যোগদানের পর হইতে মাদক, অস্ত্র ব্যবসায়ী, এবং সন্ত্রাসীর বিরুদ্ধে জেহাদ ঘোষণা করে সাঁড়াশি অভিযান পরিচালনার করে সর্বোমহলে প্রশংসিত হন।
+ There are no comments
Add yours