আকাশ মারমা মংসিং, বান্দরবানঃ
” The white gold that changed the world Economy” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশ ন্যায় বান্দরবানে পালিত হয়েছে বিশ্ব তুলা দিবস ২০২১।
৭ অক্টোবর বৃহস্পতিবার সকালে তুলা উন্নয়ন বোর্ড বান্দরবান জোন ও বালাঘাটা পাহাড়ী তুলা গবেষণা কেন্দ্র এর যৌথ উদ্যোগে এই দিবসটি পালন করা হয়। এই বিশ্ব তুলা দিবস উদযাপন উপলক্ষে ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে বান্দরবান প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন ও সংক্ষিপ্ত সভার আয়োজন করা হয় ।
এসময় তুলা উন্নয়ন বোর্ড বান্দরবান জোন এর প্রধান তুলা উন্নয়ন কর্মকর্তা কৃষিবিদ আলমগীর হোসেন মৃধা, বালাঘাটা পাহাড়ী তুলা গবেষণা কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা মংসানু মারমাসহ বান্দরবান জোন ও পাহাড়ী তুলা গবেষণা কেন্দ্র এর ঊধ্বর্তন বৈজ্ঞানিক কর্মকর্তা,কটন ইউনিট অফিসার ও কৃষি অধিদপ্তর সম্পর্কিত ইক্ষু অফিসের প্রতিনিধিসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, তুলাচাষে আধুনিক প্রযুক্তি হস্তান্তর করছে তুলা উন্নয়ন বোর্ড। তুলা বিশ্বে সর্বাধিক ব্যবহৃত প্রাকৃতিক আঁশ পণ্য। কৃত্রিম আঁশ পরিবেশ ও স্বাস্থ্যের জন্য উপকারী নয়। মানুষের দ্বিতীয় মৌলিক চাহিদা বস্ত্রের প্রধান কাচামাল তুলা উৎপাদন বৃদ্ধিতে তুলা উন্নয়ন বোর্ড নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমাদের বস্ত্র শিল্পের প্রাচীন ঐতিহ্য রয়েছে, এদেশের তৈরী মসলিন জগৎ বিখ্যাত ছিল। প্রতি বছর ৩৩.৩৫ মিলিয়ন হেক্টর জমিতে তুলা চাষ করা হয় যা আবাদ জমির পরিমান ২.৫ শতাংশ। এর মূল্য সংযোজন ক্ষেত্রে বস্ত্র শিল্পের অবদান শিল্প খাতের প্রায় ৪০ শতাংশ এবং জাতীয় আয়ের প্রায় ১৩ শতাংশ দেশের ৪৫০টি সূতাকলের প্রায় ৭৫-৮০ লক্ষ বেল তুলার চাহিদা রয়েছে। এই পরিমাণ তুলা আমদানী করতে প্রায় ২০-২৫ হাজার কোটি টাকা ব্যয় হয়। আমাদের দেশের মোট চাহিদা মাত্র তিনভাগে একভাগ পুরণ করতে পাবে, বাকি ৯৭ ভাগ তুল বিদেশ থেকে আমদানী করতে হয়। তাছাড়া বৈদেশিক মুদ্রা ৮৪ ভাগ আয় আসে পোশাক খাত থেকে। এসন বিবেচনা বিশ্ব তুলা দিবস বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তুলা উন্নয়ন কর্মকর্তা কৃষিবিদ আলমগীর হোসেন মৃধা বলেন, পার্বত্য অঞ্চলে তিনটি জেলাতে তুলা গবেষণা ও সম্প্রসারণ কাজ শুরু হয় ১৯৮২ সালে। বান্দরবান জেলায় প্রায় ৬হাজার হেক্টর জমিতে পাহাড়ী ও উচ্চভূমির তুলা আবাদ হয় যেখান থেকে বছরে প্রায় ৬হাজার ২৫০ বেল আঁশতুলা উৎপাদন হয়। আর মোট দেশে উৎপাদন বিগত ১০ বছরে ৫০ হাজার বেল থেকে ১লক্ষ ৭৫হাজার বেলে উন্নীত হয়েছে। ফলে তুলা উৎপাদনে দেশে ধান ও সবজি উৎপাদন ব্যহত না করে তার লক্ষ্যমাত্রার দিকে এগিয়ে যাচ্ছে।
+ There are no comments
Add yours