মিরসরাই প্রতিনিধি ::
চট্টগ্রামের মিরসরাই পৌর সদরে ৪ নম্বর ওয়ার্ডে অবস্থিত এস রহমান আইডিয়াল স্কুলের একাডেমিক ভবনের উদ্বোধন করা হয়েছে। রবিবার (১০ অক্টোবর) বিকাল ৩ টায় এস রহমান ট্রাস্টের আয়োজনে প্রধান অতিথি হিসেবে এ ভবন উদ্বোধন করেন, সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি।
তিনি বলেন, বিশ্বে করোনা ভাইরাস মহামারিতে প্রায় প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাই শিক্ষা অর্জনে পিছিয়ে পড়েছে। এরপরেও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা করোনা মোকাবেলায় বিশেষ অবদান রেখেছেন। তিনি শিক্ষা, স্বাস্থ্যসহ সর্বোপরি আর্থিকভাবে স্বাবলম্বী করতে বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছেন। বিশেষ করে অর্থনৈতিক জোন ও শিল্পপার্ক গড়ে তোলার পদক্ষেপ গ্রহণ করে দেশের বেকারত্ব দূর করাসহ বিশ্ববাণিজ্য ক্ষেত্রে অবদান রাখবে।
ওই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাবেদুর রহমান সুমুর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন, মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মিনহাজুর রহমান, মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, সাধারণ সম্পাদক একেএম জাহাঙ্গীর ভূইয়া, মিরসরাই পৌরসভার মেয়র গিয়াস উদ্দিন,মিরসরাই পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাফর উদ্দিন, মহাজনহাট ফজলুর রহমান স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সোহরাব হোসেন, মিরসরাই পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নুরুন নবী, এস রহমান আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক বলরাম দেবনাথ প্রমুখ।
এ সময় শিক্ষার্থী, অভিভাবকসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকা এবং কর্মকর্তা-কর্মচারিগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য মিরসরাই পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ২০২০ সালে সুন্দর মনোরম প্রাকৃতিক পরিবেশে দেড় কোটি টাকা ব্যয়ে প্রতিষ্ঠিত হয় এস রহমান আইডিয়াল স্কুল৷
মিরসরাই পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নুরুন নবী জানান, আমাদের এলাকার আশেপাশে কোনো স্কুল ছিল না৷ পায়ে হেটে দূরে পৌর সদরের পাইলট উচ্চ বিদ্যালয়ে যেতে হতো৷ ২০১৮ সালের নির্বাচনে আমার অভিভাবক ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন গণসংযোগে আসলে এলাকার সকলের দাবি ছিল অত্র এলাকায় স্কুল প্রতিষ্ঠা করা৷ সেই প্রতিশ্রুতি অনুযায়ী উনার পরিচালিত এস রহমান ট্রাস্টের পরিচালনায় এখানে এস রহমান আইডিয়াল স্কুল স্থাপন। ইতোমধ্যে স্কুলের শিক্ষার্থীর সংখ্যা ৩০০ জন৷
+ There are no comments
Add yours