সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষাই রাসূলে পাক (দ.)’র শিক্ষাঃসাইফুদ্দীন আল হাসানী

Estimated read time 1 min read
Ad1

খবর বাংলা ডেস্ক 

 

সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষাই রাসূলে পাক (দ.)’র শিক্ষা
কুমিল্লায় হিন্দুদের মন্দিরে কোরআন অবমাননা
রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল করার জন্য
পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে কিনা খতিয়ে দেখার আহ্বান
– সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আল্-হাসানী
_________________________________
সাম্প্রতিক সময়ে দেশে হিন্দু-মুসলিম বৃহত্তর বিভেদ সৃষ্টির যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, তা নিয়ে গভীর উদ্বেগ জানিয়েছেন, বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) এর চেয়ারম্যান, সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আল্-হাসানী। এক বিশেষ বার্তায় তিনি সকলকে ধৈর্যের সাথে, আইনের প্রতি শ্রদ্ধা রেখে এ সংকট সমাধানের আহবান জানান। তিনি বলেন, পবিত্র গ্রন্থের অবমাননা নিঃসন্দেহে গর্হিত কাজ। এ ঘটনার সুষ্ঠু বিচার করতে হবে ও জড়িতদেরকে কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে। পাশাপাশি এ ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন উপাসনালয়ে হামলার ঘটনাও নিন্দনীয়। কারণ ইসলাম শান্তি-সম্প্রীতির ধর্ম। ইসলাম কখনো অন্য ধর্মের ওপর আঘাত সমর্থন করে না। প্রিয় নবীজী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) ‘মদীনা সনদ’ এর মাধ্যমে সকল ধর্মের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত করেছেন, তাদেরকে নিরাপত্তা দিয়েছেন। এটাই ইসলামের আদর্শ। অমুসলিমরা মুসলমানদের আমানত। যুগে যুগে সূফী সাধক, আউলিয়া-এ-কেরাম এ শিক্ষাই দিয়ে যাচ্ছেন। তাদের অবিরাম প্রয়াসেই উপমহাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি হাজার বছরের গৌরবময় ঐতিহ্য। অন্য ধর্মের প্রতি সম্মান জানালে, নিজের ধর্মের সৌন্দর্য প্রকাশ পায়। সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আল্-হাসানী আরো বলেন, এ ঘটনা দেশের স্থিতিশীলতা বিনষ্ট করতে সচেষ্ট কোন কুচক্রী মহলের সুপরিকল্পিত ফাঁদ কি না তা অবশ্যই গুরুত্ব সহকারে বিবেচনা করতে হবে। এমন সংকটময় পরিস্থিতিতে দেশের শান্তি-শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিতে ধর্মীয়, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দকে এগিয়ে আসার আহবান জানান তিনি।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours