নাইক্ষ্যংছড়ির দুই ইউপিতে মনোনয়ন বঞ্চিতদের কলাগাছ লাগিয়ে প্রতিবাদ

Estimated read time 1 min read
Ad1

মো. মুবিনুল হক মুবিন, নাইক্ষ্যংছড়ি

বান্দরবানের নাইক্ষংছড়ি উপজেলার দুই ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাইশারী ও দৌছড়ি ইউনিয়নে আওয়ামিলীগের মনোয়ন বঞ্চিত দুই ইউনিয়ন আওয়ামিলীগের সভাপতি জাহাঙ্গীর আলম বাহাদুর ও আলহাজ্ব হাবিবউল্লাহ’র কর্মী ও সমর্থকেরা গত টানা ৩ দিন যাবৎ সড়ক জুড়ে দুই ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান দোকান পাট ও স্টেশনে কলাগাছ রুপন করে প্রতিবাদ করে আসছে তার কর্মী ও সমর্থকেরা।

 

এমনকি দোছড়ি ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামিলীগ সভাপতি হাবিবুল্লাহ’র সমর্থকরা কলাগাছ হাতে নিয়ে বিশাল শোডাউন করে প্রতিবাদ জানান।

মনোনয়ন বঞ্চিত হাবিবউল্লাহ জানান, তার উপর বড় ধরনের অন্যায় করা হয়েছে এবং জেলা হতে তার কাগজ পত্র কেন্দ্রে পাঠানো হয়নি। কিন্ত জনগনের ভালো বাসা ও আন্তরিকতায় তিনি নির্বাচনে দাড়াতে বাধ্য হয়েছি।

অপরদিকে বাইশারী ইউনিয়ন আওয়ামিলীগ সভাপতি মো. জাহাঙ্গীর আলম বাহাদুর বলেন, জন্ম থেকে আওয়ামীলীগ করে আসছি। আমার ফরম ও কেন্দ্রে পাঠানো হয়নি। আমার উপর জুলুম করা হয়েছে। জনগনের ভালোবাসা রক্ষায় আমি নির্বাচন করতে বাধ্য হয়েছি।তিনি সকলের নিকট দোয়া চেয়েছেন।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours