ক্ষতিগ্রস্ত মন্দির পরিদর্শনে কুড়িগ্রামে ভারতীয় সহকারি হাইকমিশনার

Estimated read time 1 min read
Ad1

ইউনুস আলী,কুড়িগ্রাম প্রতিনিধিঃ

কুড়িগ্রামের উলিপুরে ক্ষ‌তিগ্রস্ত দূর্গা মন্দিরগুলো পরিদর্শন করে‌ন রাজশাহীতে নিযুক্ত ভারতীয় সহকারি হাইকমিশনার স‌ঞ্জিব কুমার ভাটি। মঙ্গলবার দুপুরে উপ‌জেলার গুনাইগাছ ইউনিয়নের প‌শ্চিম কালুডাঙ্গা ব্রাহ্মনপাড়া সার্বজনীন মন্দির, নেফরা শ্রী শ্রী দূর্গা ম‌ন্দি‌র, ভূতের বাজার সার্বজনীন দূর্গাম‌ন্দির এবং থেতরাই ইউনিয়নের হোকডাঙ্গা ভারতপাড়া সার্বজনীন দূর্গা ম‌ন্দির ও ফাসিদাহ বাজার সার্বজনীন দূর্গাম‌ন্দি‌র প‌রিদর্শন ক‌রেন তিনি।

এসময় স‌ঞ্জিব কুমার ভা‌টি মিডিয়া কর্মীদের সাথে কোন মন্তব্য কর‌তে রা‌জি হন‌নি। ত‌বে এরকম প্রতি‌টি ঘটনাকে দুঃখজনক ব‌লে সাংবা‌দিক‌দের জানান তি‌নি।
তিনি পরিদর্শনকালে হিন্দু সম্প্রদা‌য়ের লোকজন সে‌দি‌নের বর্বরতার কথা তু‌লে ধ‌রে ন‌্যায় বিচা‌র প্রত্যাশা করেন। এছাড়াও তারা আগামী ২৩ অ‌ক্টোবর শনিবার উ‌লিপুর শহীদ মিনার চত্ব‌রে অনশন করার ঘোষণা দেন।

এসময় উলিপুর উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু, অতিরিক্ত পুলিশ সুপার সার্কেল মাহমুদ হাসান,উলিপুর থানার ওসি ইমতিয়াজ কবির,বাংলা‌দেশ ব্রাহ্মন সংস‌দের যুগ্ন মহাস‌চিব ও জেলা পুজা উদযাপন প‌রিষ‌দের সহ-সভাপ‌তি অধ্যাপক উদয় শঙ্কর চক্রবর্তী,বাংলাদেশ পূজা উদযাপন কমিটির উলিপুর শাখার সভাপতি সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গবা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, কুমিল্লার একটি পূজামন্ডপে পবিত্র কুরআন শরীফ অবমাননার ঘটনায় গত বুধবার রা‌তে উলিপুরে প্রায় ৯টি মন্দিরে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় প্রায় ৭০০জন‌কে আসামী ক‌রে ৫ টি মামলা দা‌য়ের ক‌রা হয়ে‌ছে। এতে ২৭ জনকে আটক ক‌রে উলিপুর থানা পু‌লিশ।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours