চিলমারীতে ১ মাসে ২টি মোটর সাইকেল চুরি

Estimated read time 1 min read
Ad1

ইউনুস আলী,কুড়িগ্রাম প্রতিনিধিঃ

কুড়িগ্রামের চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামন থেকে ১ মাসের মধ্যে ২টি মোটর সাইকেল চুরির ঘটনা ঘটেছে। এ নিয়ে স্বাস্থ্যকমপ্লেক্সে করোনার টিকাসহ বিভিন্ন সেবা নিতে আসা সেবা গ্রহিতাদের মাঝে আতঙ্ক বিরাজ করলেও কতৃপক্ষ প্রতিকারে কোন ব্যবস্থা গ্রহণ করেনি।

চুরি হওয়া মোটর সাইকেলের মালিক মোঃ ফজলার রহমান জানান, গত মঙ্গলবার দুপুরে স্বাস্থ্য কমপ্লেক্স চত্ত্বরে তার ব্যবহৃত ১২৩৮৮৮ নাম্বারের সিটি-১০০ মোটর সাইকেলটি রেখে মাকে টিকা প্রদান স্থলে নিয়ে যান। কয়েকমিনিটের ব্যবধানে ফিরে এসে দেখেন তার ব্যবহৃত মোটর সাইকেলটি নেই। বিভিন্ন ভাবে খোঁজাখুঁজি করে মোটর সাইকেলের সন্ধান না পেয়ে পরে চিলমারী থানায় লিখিত অভিযোগ করেন তিনি। এর আগে গত মাসের ১৫ সেপ্টেম্বর একই সময়ে আবু আল আমিন সিদ্দিক নামে আরও একজনের মোটর সাইকেল চুরি হয়।

এদিকে ১ মাসের মধ্যে ২টি মোটর সাইকেল চুরির ঘটনা ঘটলেও প্রতিকারে কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি স্বীকার করে উপজেলা স্বাস্থ্য পঃপঃ কর্মকর্তা ডা. আমিনুল ইসলাম বলেন, বরাদ্দ পেলে কমপ্লেক্স ভবনে সিসি ক্যামেরা লাগানো হবে।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours