ইউনুস আলী,কুড়িগ্রাম প্রতিনিধিঃ
শারদীয় দুর্গাপূজার সময় সারাদেশের ন্যায় সাম্প্রদায়িক হামলায় কুড়িগ্রামের উলিপুর উপজেলার হিন্দু সম্প্রদায়ের ক্ষতিগ্রস্ত পরিবার ও ৪টি মন্দির সংস্কারে ১লাখ ৩৪ হাজার টাকার চেক বিতরণ করেছে জেলা পরিষদ কুড়িগ্রাম।
এছাড়াও মন্দির গুলো পুণঃনির্মাণের জন্য মন্দির প্রতি ২লাখ টাকা করে প্রদানের ঘোষণা দেন জেলা পরিষদ চেয়ারম্যান।
বৃহস্পতিবার(২১ অক্টোবর) সকালে চেক বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কুড়িগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি, সাবেক এমপি আলহাজ্ব মোঃ জাফর আলী, অধ্যাপক এম এ মতিন এমপি, জেলা প্রশাসক মোঃ রেজাউল করিম, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সাঈদ হাসান লোবান প্রমুখ।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রবি বোস, সদস্য ফাল্গুনী তরফদার, কুড়িগ্রাম পৌর মেয়র মোঃ কাজিউল ইসলাম, উলিপুর পৌর মেয়র মোঃ মামুন সরকার মিঠু, উলিপুর উপজেলা চেয়ারম্যান মোঃ গোলাম হোসেন মন্টু, আওয়ামীলীগ নেতা সৌমেন্দ্রনাথ পান্ডে গবা, জেলা পরিষদ সদস্য মোঃ একরামুল হক বুলবুল, শিউলী বেগম ও লিচুসহ স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ।
+ There are no comments
Add yours