রামুর কচ্ছপিয়া-গর্জনিয়া ইউপি নির্বাচনে প্রতীক পেল চেয়ারম্যান-মেম্বার প্রার্থীরা

Ad1

মো. মুবিনুল হক মুবিন, নাইক্ষ্যংছড়ি:

কক্সবাজারের রামু উপজেলার কচ্ছপিয়া ও গর্জনিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনের চেয়ারম্যান,মহিলা ও পুরুষ মেম্বার প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে।

যদিও বা গেল ৯ অক্টোবর কচ্ছপিয়া-গর্জনিয়া  ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটি এ দুই ইউপি নির্বাচনের জন্য মনোনয়ন বোর্ডের সিদ্ধান্তে কচ্ছপিয়ায় নুরুল আমিন কোম্পানী এবং গর্জনিয়ায় মুজিবুর রহমান চৌধুরী বাবুল কে আওয়ামীলীগের নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী হিসাবে মনোনীত করা হয়।

নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী  দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচন আগামী ২৭ অক্টোবর এই দুই  ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসার রামু উপজেলা কৃষি অফিসার আবু মাসুদ সিদ্দিকী বুধবার (২৭ অক্টোবর) প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা ও পুরুষ  সদস্য পদের প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়।

বরাদ্দকৃত প্রতীক অনুসারে কচ্ছপিয়ায় চেয়ারম্যান পদে  বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত প্রার্থী নুরুল আমিন কোম্পানী (নৌকা), বিএনপি সমর্থিত প্রার্থী শফিকুল আকবর হেলাল (ঘোড়া) আওয়ামিলীগের বিদ্রোহী প্রার্থী জয়নাল আবেদীন (মোটরসাইকেল) বর্তমান চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থী আবু মো. ইসমাঈল নোমান (আনারস) জামায়াত সমর্থিত প্রার্থী তৈয়ব উল্লাহ ( চশমা) ও আওয়ামিলীগের আর এক বিদ্রোহী  প্রার্থী আবু তালেব (রজনীগন্ধা ফুল)।

অপরদিকে একই উপজেলার গর্জনিয়া ইউনিয়নের আওয়ামিলীগের মনোনীত প্রার্থী মুজিবুর রহমান চৌধুরী বাবুল (নৌকা) বিএনপি সমর্থিত প্রার্থী গোলাম মওলা চৌধুরী (মোটরসাইকেল) বর্তমান চেয়ারম্যান আওয়ামিলীগের মনোনয়ন বঞ্চিত প্রার্থী সৈয়দ নজরুল ইসলাম (টেবিল ফ্যান), জামায়েত সমর্থিত স্বতন্ত্র প্রার্থী মো. শফিউল আলম (ঘোড়া), জামায়েত সমর্থিত আর এক স্বতন্ত্র  প্রার্থী আজিজ মওলা (আনারস), স্বতন্ত্র প্রার্থী গোলাম মওলা (চশমা)।

এছাড়াও গর্জনিয়া এবং কচ্ছপিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বি সংরক্ষিত মহিলা ও পুরুষ সদস্য পদের প্রার্থীদের মাঝে স্ব স্ব ওয়ার্ডে প্রার্থীদের জন্য তাদের নিদিষ্ট  প্রতীক বরাদ্দ দেয়া হয়। এ দুই ইউনিয়ন পরিষদ নির্বাচনে দায়িত্ব প্রাপ্ত রিটার্নিং অফিসার রামু উপজেলা কৃষি অফিসার আবু মাসুদ সিদ্দিকী জানান তার কার্যালয়ে প্রতিদ্বন্দ্বী সকল চেয়ারম্যান,সংরক্ষিত মহিলা ও পুরুষ সদস্য পদের প্রার্থীরা উপস্থিত ছিলেন।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours