ইউনুস আলী,কুড়িগ্রাম প্রতিনিধি ::
সাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে রুখে দাঁড়াও’- এই স্লোগানে কুড়িগ্রামের সামাজিক প্রতিরোধ কমিটির উদ্যোগে সাম্প্রদায়িক সহিংসতা বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১ নভেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনের কুড়িগ্রাম-চিলমারী সড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে ওই সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন বাংলাদেশ মহিলা সমিতির কুড়িগ্রাম শাখার সভাপতি রওশন আরা চৌধুরী, সলিডারিটি’র নির্বাহী পরিচালক বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশীদ লাল, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির কুড়িগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ আনছার, কুড়িগ্রাম রামকৃঞ্চ মিশনের সাধারণ সম্পাদক উদয় শংকর চক্রবর্তী, সুশাসনের জন্য প্রচারাভিযানের (সুপ্রক) সভাপতি চাষী নুরন্নবী, মহিলা পরিষদের সাধারণ সম্পাদক প্রতিমা চৌধুরী, জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলনী পরিষদের সাধারণ সম্পাদক সুব্রতা রায় প্রমুখ।
অনুষ্ঠানটির সঞ্চালনা করেন কুড়িগ্রাম মহিলা পরিষদের সাংগঠনিক সম্পাদক ফাহমিদা আনাম লাজ।সমাবেশে বক্তারা ১৯৭২ সালের সংবিধান চালুসহ সারাদেশে সনাতন ধর্মাবলম্বীদের ওপর হত্যা, প্রতিমা ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
+ There are no comments
Add yours