চট্টগ্রাম জেলা ইউনিট কর্তৃক পরিচালিত জেমিসন মাতৃসদন হাসপাতাল ও নার্সিং ইনস্টিটিউট পরিদর্শন করেছেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান মেজর জেনারেল (অবঃ) এটিএম আবদূল ওয়াহাব।
গত (১ নভেম্বর) বিকালে হাসপাতালের বিভিন্ন দিক ঘুরে ঘুরে পরিদর্শন করে নার্সিং ইনস্টিটিউটের ছাত্রী ও শিক্ষিকাদের সাথে কথা বলে সন্তোষ প্রকাশ করে তিনি, বলেন এখনো ৫ লাখ নার্সের দরকার আমাদের দেশে।
পরে জেলা ইউনিটের উদ্যোগে এক সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন হয়।
এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ইউনিটের ভাইস চেয়ারম্যান ডাঃ শেখ শফিউল আজম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মাননীয় ট্রেজারার এম এ সালাম এবং সোসাইটির মহাসচিব ফিরোজ সালাহউদ্দিন। শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা ইউনিটের কায্যকরী সদস্য শাহাদাত হোসেন চৌধুরী রুমেল, সোসাইটির যুব ও স্বেচ্ছাসেবক বিভাগীয় প্রধান ইমাম জাফর সিকদার, সিটি ইউনিটের সেক্রেটারি জনাব আব্দূল জব্বার, জেলা ইউনিটের সেক্রেটারি জনাব আসলাম খান। অনুষ্ঠান পরিচালনা করেন প্রাক্তন যুব প্রধান ও জেলা ইউনিটের কায্যকরী সদস্য ইসমাইল হক চৌধুরী ফয়সাল।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিটি রেডক্রিসেন্ট ইউনিটের কার্যকরী সদস্য এইচ এম সালাহউদ্দিন, জেলা ইউনিটের কাযকরী সদস্য ডাঃ আইরিন সূলতানা, রাশেদ খান মেনন, আবদুল মোনাফ, হাসপাতালের সিএমও ডাঃ রোজী বিশ্বাস, চীফ এডমিন অফিসার আশরাফদৌলাহ সূজন, ইউএলও আব্দূর রশীদ খান, ইউনিট অফিসার রফিকুল কাদের, যুব রেডক্রিসেন্টচট্টগ্রামের যুব প্রধান গাজী ইফতেকার হোসেন ইমুসহ যুব রেডক্রিসেন্ট চট্টগ্রাম জেলা ও সিটির মুক্তদল সদস্যবৃন্দ। প্রধান অথিতি তার বক্তব্যবে বলেন চট্টগ্রাম জেলা ইউনিটের নার্সিং ও মিউওয়াইফ ডিপ্লোমা ইনস্টিটিউটের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং সাথে সাথে নার্সিং মিউওয়াইফ ইনস্টিটিউটকে বিএসসি কোর্স চালু করার নির্দেষ প্রদান করেন এবং হাসপাতলের বিভিন্ন কার্যক্রম দেখে সন্তোষ প্রকাশ করেন সাথে সাথে জেলা রেড ক্রিসেন্ট প্রস্তাবিত জেনারেল হাসপাতাল করার ব্যাপারে সর্বাত্মক সর্বাত্মক সহযোগিতা করবেন বলে আশ্বস্ত করেন তাছাড়া চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্টের কোভিড কালীন উপজেলা পর্যায়ে কার্যক্রম গুলোর প্রশংসা করেন।
আলোচনা শেষে যুব রেডক্রিসেন্ট চট্টগ্রামের সৌজন্যে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করে সন্তোষ প্রকাশ করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মাননীয় চেয়ারম্যান মেজর জেনারেল (অবঃ) এটিএম আবদূল ওয়াহাব ও ট্রেজারার এম এ সালাম মহোদয়।
+ There are no comments
Add yours