রাঙ্গুনিয়ায় পারুয়া দুই শিক্ষিকাকে হেনস্থা করায় বিক্ষোভ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

Estimated read time 0 min read
Ad1

রাঙ্গুনিয়া প্রতিনিধি ::

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পারুয়ায় দুই স্কুল শিক্ষিকাকে ভাড়া নিয়ে সিএনজি চালক অকথ্য ভাষায় গালি ও হেনস্থা করায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন সাহাব্দীনগর উচ্চ বিদ্যালয় স্কুলের শিক্ষার্থীসহ পারুয়া ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণ।

বুধবার (৩ নভেম্বর) সকালে ঘাটচেক থেকে সিএনজি অটোরিকশা করে দুই স্কুল শিক্ষিকা পারুয়া সাহাব্দীনগর উচ্চ বিদ্যালয়ের সামনে নেমে নিয়মিত ভাড়া পনের টাকা দেন কিন্তু সিএনজি অটোরিকশা চালক ভাড়া অতিরিক্ত আরো পাঁচ টাকা করে দাবি করেন।

এই অতিরিক্ত ভাড়া না দেওয়ায় দুই শিক্ষিকাকে অকথ্য ভাষায় গালিগালাচ করেন সিএনজি অটোরিকশা চালক।ওই সিএনজি অটোরিকশা  চালক গালিগালাচ করতে দেখে স্কুলে দপ্তরি বারন করলে তাকে মারধর করেন।

এ ঘটনাটি দেখে স্থানীয় জনসাধারণ এগিয়ে এসে সিএনজি অটোরিকশা চালককে কয়েকটি তাপ্তর দিয়ে পাঠিয়ে দেন।পরে ওই সিএনজি অটোরিকশা চালকসহ ১০ থেকে ১৫ জন লোক এসে হাজারীহাটে অতর্কিতভাবে হামলা চালান।

এবং পারুয়ার প্রবেশমুখ ঘাটচেকে বেরীকেট ও পারুয়া এলাকার কয়েকটি সিএনজি অটোরিকশাও ভাংচুর করেছেন বলে জানান স্থানীয় জনসাধারণ।

এ ঘটনায় পারুয়ায় চরম উত্তেজনা বেড়ে যায়। পরে পুলিশ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে নিয়ন্ত্রণে আনেন।এরকম জঘন্য ঘটনার তিব্রনিন্দা জানিয়ে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করেছেন স্কুলের শিক্ষার্থীসহ পারুয়ার সর্বস্তরের জনসাধারণ।

পারুয়া সাহাব্দীনগর উচ্চ বিদ্যালয় গেইটের সামনে রাস্তা ব্লক করে মানববন্ধন করলে পুলিশ বাধা দেন।পরে মানববন্ধনটি বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন পারুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জাহেদুর রহমান তালুকদার,ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইলিয়াস তালুকদার,সাহাব্দীনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নেছার উদ্দীন চৌধুরী,ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ আবুল হাসেম ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোহাম্মদ কামাল উদ্দীন,ইউপি সদস্য মোহাম্মদ ইব্রাহিম খলিল,মহিলা সদস্য জয়শ্রী মল্লিক,সাহাব্দীনগর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মোহাম্মদ বখতিয়ার ও রেশমি আক্তার প্রমুখ।

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours