কুড়িগ্রামে প্রার্থীকে অপহরণের অভিযোগে সড়ক অবরোধ

Estimated read time 1 min read
Ad1

ইউনুস আলী,কুড়িগ্রাম প্রতিনিধি :: 

কুড়িগ্রাম সদর উপজেলার কাঁঠালবাড়ী ইউনিয়ন পরিষদ থেকে স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আব্দুল হক অপহৃত হয়েছে এই গুজবে তার সমর্থকরা কুড়িগ্রাম-রংপুর মহাসড়কে কাঁঠালবাড়ী বাজারে সড়ক অবরোধ করে। রবিবার সকাল ১০টা থেকে এ রিপোর্ট লেখা পর্যন্ত অবরোধ চলছিল।


কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খান মো. শাহরিয়ার জানান, আব্দুল হকের পরিবারের দেয়া তথ্য মতে সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের নীলকণ্ঠ গ্রামে তার নাতনীর বাড়ী থেকে পুলিশ তাকে উদ্ধার করে। তিনি স্বেচ্ছায় সেখানে অবস্থান করছিলেন। তার মনোনয়নপত্র রিটার্ণিং অফিসার বাতিল করায় তিনি আজ নির্বাচন অফিসে আপিলের প্রস্ততি নিচ্ছিলেন।

আপীল করতে আসার পথে কতিপয় যুবক তাকে আপীল না করার অনুরোধ জানান। এরই পরিপ্রেক্ষিতে নিরাপত্তাহীনতার কারণে তিনি তার নাতনীর বাসায় আশ্রয় নেন।

পরে তাকে পুলিশ কুড়িগ্রাম জজ আদালতে তার আইনজীবী এডভোকেট খোরশেদ আলমের চেম্বারে পৌঁছে দেয়। এদিকে তাকে অপহরণ করা হয়েছে এই দাবীতে তার সমর্থকরা কাঁঠালবাড়ী বাজারে গাছের গুড়ি ফেলে সড়ক অবরোধ করে

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours