করোনাকালে অবহেলিত মানুষের পাশে ছিল নিষ্ঠা ফাউন্ডেশন। করোনায় মৃতদের কাফন-দাফন-সৎকার এবং আক্রান্তদেরকে অক্সিজেন, এ্যাম্বুলেন্স, টেলিমেডিসিন সেবা, কুরবানি সেবাসহ ১৫টি খাতে সেবা দিয়েছে এ সংস্থা। করোনাকালীন কর্মহীন মানুষের মাঝে খাদ্য বিতরণ, বিভিন্ন আইসোলেশন সেন্টারে ওষুধ প্রদান, মাস্ক বিতরণ, নগদ অর্থ প্রদান, সচেতনতা সৃষ্টি ইত্যাদির কারণেও প্রশংসা কুড়িয়েছে নিষ্ঠা ফাউন্ডেশন। তাই সংস্থাটি এখন মানবসেবায় মডেলে পরিণত হয়েছে।
নিষ্ঠা ফাউন্ডেশনের করোনাকালীন স্বেচ্ছাসেবকদের স্বীকৃতি ও আজিবন সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তাগন নিষ্ঠা ফাউন্ডেশন সম্পর্কে উল্লেখিত মন্তব্য করেন। বক্তাগন নিষ্ঠা ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবক ও চিকিৎসকদেরকে সম্মুখযোদ্ধা বলে ঘোষণা করেন এবং সংশ্লিষ্টদেরকে ধন্যবাদ জানান। তাঁরা আরো বলেন, সরকারের পাশাপাশি স্বেচ্ছাসেবী সংগঠনগুলো এগিয়ে আসলে যে-কোনো দুর্যোগে জনগন বৃহত্তর ক্ষতি থেকে রক্ষা পাবে। বক্তাগন দেশের যুবক-যুবতীদেরকে সেবার মানসিকতা সম্পন্ন করে গড়ে তোলার ওপরও গুরুত্বারোপ করেন।
নিষ্ঠা ফাউন্ডেশনের চেয়ারম্যান বিশিষ্ট ব্যাংকার মোঃ ছালামত উল্লাহর সভাপতিত্বে এবং ভাইস চেয়ারম্যান এম এ সবুরের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত সংবর্ধনা সভায় চট্রগ্রাম সিটি কর্পোরেশন প্রশাসক জনাব খোরশেদ আলম সুজন,দৈনিক আজাদীর সম্পাদক জনাব এম এ মালেক, বিশিষ্ট আইনবিদ রাজনীতিক জনাব ইব্রাহীম হোসেন বাবুল, চট্রগ্রাম ক্লাবের সাবেক প্রেসিডেন্ট খ্যাতিমান চিকিৎসক মইনুল ইসলাম মাহমুদ, কিডনি ফাউন্ডেশনের সেক্রেটারি ডা. এম এ কাশেম, মা ও শিশু হাসপাতালের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এস এম মুরশেদ হোসেন, ট্রেজারার জনাব রেজাউল করিম আজাদ, চবি আইন বিভাগের অধ্যাপক ড.মুহাম্মদ শাহীন চৌধুরী, এড.হুমায়ূন কবির বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে বিগত দিনের কার্যক্রম ও আগামি দিনের কর্মসূচি নিয়ে বক্তব্য রাখেন ফাউন্ডেশনের জেনারেল সেক্রেটারি ও চবির সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ নুর হোসাইন। অনুষ্ঠানে ১১৭ জন আজীবন সদস্য ও ৩৯ জন ( মহিলা ও পুরুষ) স্বেচ্ছাসেবককে সম্মামনা ক্রেষ্ট সনদ প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চবি সাংবাদিকতা বিভাগের প্রফেসর ড.মোহাম্মেদ শহিদ উল্লাহ, ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড.নাজিম উদ্দীন, অধ্যাপক এরশাদুর রহমান, এলবিয়ন গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ রাইসুল উদ্দীন, এড.আবুল কাশেম, ইঞ্জিনিয়ার মোহাম্মদ আরিফ উদ্দীন, অধ্যাপক মোহাম্মদ দিদারুল আলম, জনাব সালেহ আহমদ, জনাব সেকান্দর, জনাব সুলতান, জনাব সাজেদা বেগম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।
+ There are no comments
Add yours