খবর বাংলা ডেস্ক :
দীপাবলির বিদায় মুহূর্তকে স্মরণীয় করে রাখতে ভারতের একটি গ্রামের মানুষ এক ভিন্ন উৎসবে মাতেন। তাঁরা দল বেঁধে গরুর গোবরে মাখামাখি করে। একে অপরের দিকে গোবর ছুড়ে মারে, এমনকি এ উৎসবের আনন্দ থেকে বাদ পড়েনা শিশুরাও।
তামিলনাড়ু ও কর্ণাটক সীমান্তবর্তী গ্রাম গুমাতাপুরা। এই গ্রামেরই ঐতিহ্যবাহী উৎসব ‘গোরেহাব্বা’। কয়েকশ বছর ধরে দীপাবলি (দিওয়ালি) সময় এই উৎসব করে আসছেন তাঁরা।
এটি অনেকটা স্পেনের ‘লা তোমাতিনা’ উৎসবের মতোই। লা তোমাতিনা উৎসবে স্পেনের মানুষেরা একে অপরের প্রতি পাকা টমেটো ছুড়ে মারেন। আর গুমাতাপুরা গ্রামের মানুষেরা ছোড়াছুড়ি করেন তুষার বলের আকারের গোবরের বল।
‘গোরেহাব্বা’ উৎসবের আগের দিন গ্রামের মানুষেরা বাড়ি বাড়ি ঘুরে গোবর সংগ্রহ করে। এরপর ট্রাক্টরে করে সেই গোবর আনা হয় গ্রামের মন্দির প্রাঙ্গণে। একজন পুরোহিত গ্রামের মঙ্গল কামনায় প্রার্থনা করার পর ট্রাক থেকে গোবরগুলো একটা স্থানে ফেলা হয়।
এরপর পুরুষেরা সেই গোবরের স্তূপে চড়েন এবং একে অপরের দিকে গোবরের বল ছুড়ে মারেন।
এই উৎসব দেখতে প্রতি বছর এই দিনে দূর দুরান্ত থেকে প্রচুর মানুষ গুমাতাপুরা গ্রামে জড়ো হয়। তাঁরা বিশ্বাস করেন, এভাবে গোবর ছোড়াছুড়িতে স্বাস্থ্যের অনেক উপকার হয়।
উপসম্পাদকীয়, মতামত, সাহিত্য, সংগঠন সংবাদ’সহ সব অন্যান্য সকল লেখা পাঠাতে [email protected] এই ই-মেইল ঠিকানাটি ব্যবহার করুন।
+ There are no comments
Add yours