ইউনুস আলী,,কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচন-২০২১ উপলক্ষে কুড়িগ্রাম জেলা পুলিশ সুপারের আইন-শৃঙ্খলা রক্ষায় ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার সকাল ১১ টার দিকে ভূরুঙ্গামারী থানায় আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিতদের ব্রিফিং অনুষ্ঠিত হয়।এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার জনাব সৈয়দা জান্নাত আরা।
উক্ত ব্রিফিং প্যারেডে আরো উপস্থিত ছিলেন,জনাব উৎপল কুমার রায়,অতিরিক্ত পুলিশ সুপার,কুড়িগ্রাম সদর সার্কেল, কুড়িগ্রাম,জনাব মোঃ সুমন রেজা, সিনিয়র সহকারী পুলিশ সুপার,নাগেশ্বরী সার্কেল, কুড়িগ্রাম,জনাব এ এইচ এম মাহফুজার রহমান,সিনিয়র সহকারী পুলিশ সুপার,রৌমারী সার্কেল,কুড়িগ্রাম,জনাব ইবনুল হক,সহকারী এডজুটেন্ট,জেলা আনসার,কুড়িগ্রাম,মোঃ মশিউর রহমান,উপজেলা নির্বাচন অফিসার,ভূরুঙ্গামারী,মোঃ আসাদুজ্জামান, উপজেলা কৃষি অফিসার, ভূরুঙ্গামারী,মোঃ এন্তাজুর রহমান, উপজলা প্রকৌশলী, এল জি ই ডি, ভূরুঙ্গামারী,মোঃ শাহ আলম, ডিআইও-১জেলা বিশেষ শাখা, কুড়িগ্রাম,আলমগীর হোসেন, অফিসার ইনচার্জ,ভূরুঙ্গামারী থানা,জাহেদুল ইসলাম, অফিসার ইনচার্জ,কচাকাটা থানা,কুড়িগ্রাম সহ জেলা পুলিশ কুড়িগ্রামের উর্ধতন কর্মকর্তা বৃন্দ ও নির্বাচনী এলাকায় দ্বায়িত্বে নিয়োজিত পুলিশ ও আনসার সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।
কুড়িগ্রাম পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা বলেন,ভূরুঙ্গামারী উপজেলা ইউনিয়ন পরিষদ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচনী এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণার্থে সংশ্লিষ্ট পুলিশ অফিসার, ফোর্স ও সকল আনসার সদস্যদের ভোট কেন্দ্র সমূহের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।ভোট গ্রহণ শতভাগ অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করতে তাদের উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে।ব্যক্তি ও দলের উর্ধ্বে থেকে দায়িত্ব পালনে ভোট গ্রহণ সুষ্ঠু করতে যা যা করনীয় তাই করতে হবে।
তিনি আরো বলেন সুষ্ঠু ভোট গ্রহণ নিশ্চিত করতে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।কারো গাফলতির কারণে ভোট গ্রহণ বিঘ্নিত হলে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
+ There are no comments
Add yours