খবর বাংলা ডেস্ক:
বাল্যবিবাহ ও সন্তান প্রসব পরীক্ষা দেওয়া থেকে বিরত রাখতে পারেনি টাঙ্গাইলের সখীপুর উপজেলার মোন্তাজনগর আবাসিক বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থী বীথি আক্তারকে। সন্তান প্রসবের ১৮ ঘন্টা পর পরীক্ষায় অংশ নিয়েছে সে।
রোববার সকাল ১০ টায় সখীপুর পিএম পাইলট মডেল গভ. স্কুল এন্ড কলেজ কেন্দ্রে পদার্থবিজ্ঞান পরীক্ষায় অলশ নেয় বীথি।
জানা যায়, বীথি আক্তারের বাড়ি টাঙ্গাইলের ঘাটাইলের সানবান্ধা গ্রামে। অষ্টম শ্রেণি পাস করার পর উপজেলার মোন্তাজনগর গ্রামের রানা হাসান নামের একজনের সাথে বীথি’র বিয়ে হয়। বিয়ের পর স্বামীর বাড়ি থেকে ২০১৯ সালে মোন্তাজনগর আবাসিক বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণিতে ভর্তি হয়ে ক্লাস শুরু করে। করোনাকালে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় এসএসসি পরীক্ষা হওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়। পরীক্ষার সময় নির্ধারিত না হওয়ায় একপর্যায়ে বীথি অন্তঃসত্ত্বা হয়ে পড়ে।
শনিবার দুপুরে বীথির প্রসববেদনা শুরু হলে তাকে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ওই দিন বিকেল চারটায় স্বাভাবিকভাবে বীথি ছেলেসন্তানের মা হয়। হাসপাতাল থেকে রোববার সকাল সাড়ে নয়টায় একটি ব্যাটারিচালিত ভ্যানে করে বীথিকে তার মা এসএসসি পরীক্ষা দেওয়ার জন্য কেন্দ্রে নিয়ে যান। শিক্ষকেরা জানান, সে দেড় ঘণ্টার পরীক্ষা সুন্দরভাবে সম্পন্ন করেছে। প্রতিটি প্রশ্নের উত্তর দিয়েছে।
+ There are no comments
Add yours