ইজিবাইক চালকদের মানবিক দৃষ্টিকোণ থেকে দেখতে সর্বমহলের প্রতি সুজনের আহবান

Estimated read time 1 min read
Ad1

ইজিবাইক চালকদেরকে মানবিক দৃষ্টিকোণ থেকে দেখতে সর্বমহলের প্রতি আহবান জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক প্রশাসক এবং চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজন। আজ সোমবার (১৫ নভেম্বর ২০২১ইং) সকালে পতেঙ্গা এলাকার ইজিবাইক চালকগণ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ তাদের নানাবিধ সমস্যা নিয়ে সুজনের সাথে তাঁর উত্তর কাট্টলীস্থ বাসভবনে স্বাক্ষাত করতে গেলে তিনি এ আহবান জানান।

ইজিবাইক চালকগণ তাদের যানবাহন চালাতে গিয়ে নানামূখী সমস্যার কথা উল্লেখ করে সুজনের সাথে মতবিনিময় করতে গিয়ে বলেন মাননীয় প্রধানমন্ত্রী সম্প্রতি জলবায়ু সম্মেলনে বৈশ্বিক উষ্ণতা কমানোর পক্ষে তার দৃঢ় মতামত ব্যক্ত করেছেন। বিশেষ করে দীর্ঘদিন ধরে কয়লা এবং তেলের মত জীবাশ্ম জ্বালানি পোড়ানোর ফলে পৃথিবীর উষ্ণতা বেড়ে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি, বন্যা এবং সাইক্লোনের প্রকোপ বাড়ছে। তাই বাংলাদেশেও দূষণ কমাতে বিদ্যুৎ চালিত গাড়ি চালুর পরিকল্পনা চূড়ান্ত করেছে সরকার। বিশ্ববাজারের সাথে তাল মিলিয়ে সরকারকে তেলের মূল্য সমন্বয় করতে হচ্ছে কিন্তু বিদ্যুৎ চালিত ইজিবাইকে সে রকম কোন সমস্যা নেই বললেই চলে। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে প্রচুর পরিমানে বিদ্যুৎ উৎপাদন করছে তাই প্রতিটি সিএনজি এবং পেট্রোল পাম্প স্টেশনের সাথে একটি চার্জিং স্টেশন স্থাপন করলে ইজিবাইক চালকরা সেখান থেকে তাদের যানবাহনগুলো চার্জ করে নিতে পারবে। এতে করে এ খাতে সরকারের বিপুল পরিমাণ রাজস্ব আয় হবে।

তাছাড়া বিদ্যুৎ চালিত এসব যানবাহনগুলোকে যদি একটি নীতিমালার মধ্যে আনা যায় তাহলে ইজিবাইকগুলো নিয়ে এলাকা ভিত্তিক সন্ত্রাসীদের দৌরাত্ম্য কমবে। এছাড়া এসব বাহনগুলো নিয়ে নগরীর বিভিন্ন এলাকায় সন্ত্রাসী ঘটনাও ঘটে প্রতিনিয়ত। গাড়ীগুলো চালাতে গিয়ে বিভিন্ন গোষ্ঠীকে প্রতিদিন চাঁদা দেওয়ার কারণে একজন চালককে সারাদিন গাড়ী চালিয়ে সামান্য সংখ্যক আয় নিয়ে ঘরে যেতে হয়। ফলে স্বল্প আয় দিয়ে একজন চালকের দৈনন্দিন খরচ মিটানো সম্ভব হয় না। বর্তমানে নগরীতে যে হারে জনসংখ্যা বাড়ছে সে তুলনায় যানবাহনের সংখ্যা খুবই নগন্য। তাই এসব যানবাহনগুলোকে বিআরটিএ, সড়ক যোগাযোগ বিভাগ এবং পুলিশ প্রশাসনসহ যৌথভাবে নীতিমালার আওতায় নিয়ে আসলে একটি বিকল্প অর্থনীতি সৃষ্টি হবে বলে প্রত্যাশা সাধারণ ইজিবাইক চালকদের এবং এ ব্যাপারে সংশ্লিষ্ট সকল দপ্তরে আলোচনা করার জন্য সুজনের প্রতি অনুরোধ জানান তারা।

চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক প্রশাসক ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজন অত্যন্ত আন্তরিকতার সাথে ইজিবাইক চালক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের বক্তব্য শুনেন। ইজিবাইক চালকদেরকে মানবিক দৃষ্টিকোণ থেকে দেখার জন্য সর্বমহলের প্রতি আহবান জানান তিনি। এছাড়া ইজিবাইক বাহনগুলোর সাথে সংশ্লিষ্ট সকল দপ্তরের সাথে আলোচনার আশ্বাস দেন তিনি। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়াহিদুল আলম মাস্টার, মাঈনুল ইসলাম, মো. তাহের, মো. খলিল, আলী হোসেন, মো. রিপন, মো. শাহজামাল প্রমূখ।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours