আমির হোসেন, ঝালকাঠি প্রতিনিধি >>
ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় ৯৭ নং দক্ষিণ চেচরি এ এফ হোসেনিয়া সঃ প্রাঃ বিদ্যালয়ের ভবন নির্মান কাজে ব্যাপক দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে।
ইউ.পি সদস্য মোঃ শাহিন খান (ম্যানেজিং কমিটির সদস্য) জানান ৯৭ নং দক্ষিণ চেচরি এ এফ হোসেনিয়া সঃ প্রাঃ বিদ্যালয় প্রতিষ্ঠা কালীন সময়-১৯৭০ সাল থেকে সুনামের সাথে শিক্ষক ও অভিভাবকরা বিদ্যালয়টি পরিচালনা করে আসছে তারই ধারাবাহিকতায় ২০১৩ সালে বিদ্যালয়টি জাতীয় করন হয়। এরই পরিপ্রেক্ষিতে মান উন্নয়নের চলমান বরাদ্দ থেকে ভবন নির্মাণ কাজ চলমান।
ভবন নির্মাণ কাজে ভবনটির স্কিমে কলামে ১০(দশ) টি রড দেওয়ার কথা থাকলেও সেখানে ৬(ছয়) টি রড দেয়া হয়েছে। নিচে রড না দিয়ে উপরে খন্ড খন্ড ব্যাবহার করে ১০(দশ) টি রড দেখানো হয়েছে। নিম্নমানের ইট বালু দিয়ে ভবন নির্মাণ কাজ করা হচ্ছে যা ভবনটি ঝুকির মধ্যে ঠেলে দেয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, বিদ্যালয়ের ভবন নির্মাণ কাজে ভবনটির স্কিমে কলামে ১০(দশ) টি রড দেওয়ার কথা সেখানে ৬(ছয়) টি রড দেয়া হয়েছে। নিচে রড না দিয়ে উপরে খন্ড ব্যাবহার করে ১০(দশ) টি রড দেখানো হয়েছে এবং ইট নাম্বার বিহীন বালু মানহীন যা ভবনটি ঝুকির মধ্যে ঠেলে দেয়। কাজ করেন ঠিকাদার প্রতিষ্ঠান এম.এম.এস সুনাম এন্টার প্রাইজ
এম.এম.এস সুনাম এন্টার প্রাইজের প্রভাইটর আনোয়ার হোসেন জানান, আমার প্রতিষ্টানের নামে কাজটি। কিন্তু কাজ আমি করাই না কাজটি করায় স্থানিয় ঠিকাদার সুইন ও নুরুল হক। কাজে যদি এমন ধরনের অনিয়ম করে তাহলে ভবনটি ভেঙে পুনোরায় নির্মান করে দেয়া হবে।
কাঠালিয়া উপজেলা প্রকৌশলী জগরুল ফারুক জানান, আমরা বিদ্যালয়ের ভবন নির্মাণ কাজ নিয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে সত্যতা পাওয়া গেলে ভবনটি ভেঙে পুনোরায় নির্মাণ করা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুফল চন্দ্র গোলদার জানান, আমরা বিদ্যালয়ের ভবন নির্মাণ কাজ নিয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে সত্যতা পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যাবস্থা নেয়া হবে।
+ There are no comments
Add yours