চন্দনাইশে প্রাথমিক শিক্ষা অফিসে  জনবল সংকটে কার্যক্রম ব্যাহত।

Ad1

এম হেলাল উদ্দিন নিরব চন্দনাইশ(চট্রগ্রাম) >> 

দক্ষিণ  চট্টগ্রামের চন্দনাইশে প্রাথমিক শিক্ষা অফিসে জনবল সংকটে কার্যক্রম ব্যাহত হচ্ছে।এতে মোট ৯১টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে উপজেলায় ।

এর জন্য ৯ জন কর্মকর্তা-কর্মচারীর পদ থাকলেও মাত্র চারজন দিয়ে চলছে অফিস। একজন উপজেলা শিক্ষা কর্মকর্তা, দু’জন সহকারী শিক্ষা কর্মকর্তা ও একজন হিসাব সহকারী কর্মরত আছেন।

একজন সহকারী শিক্ষা কর্মকর্তা, একজন উচ্চমান সহকারী, দু’জন অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর ও একজন পিয়নের পদ শূন্য রয়েছে।

এতে বিদ্যালয় পরিদর্শনসহ অফিসের বিভিন্ন কার্যক্রম পরিচালনা করতে হিমশিম খেতে হচ্ছে। বিশেষ করে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর না থাকায় নানা বিড়ম্বনার সম্মুখীন হচ্ছেন শিক্ষকেরা।

এ ব্যাপারে জাতীয় প্রাথমিক সহকারী শিক্ষক ফাউন্ডেশনের সভাপতি নাজিম উদ্দীন এবং সাধারণ সম্পাদক কামরুল হাসান চৌধুরী জানান, ‘শিক্ষা অফিসে পর্যাপ্ত জনবল না থাকায় আমরা খুবই অসহায়, শিক্ষা অফিসে এসে শিক্ষকদের কাজ করতে হয়।

এ সময় অনেক সমস্যায় পড়তে হয় আমাদের এবং যথাসময়ে কাজ বাস্তবায়ন করা সম্ভবও হয় না। পর্যাপ্ত জনবল থাকলে অফিস অনেক সুশৃঙ্খল হবে।’

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাখাওয়াত হোসেন জানান, জনবল সংকটের কারণে অফিসের কার্যক্রম সুষ্ঠুভাবে করতে হিমশিম খেতে হচ্ছে।

এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবর শূন্য পদ পূরণের জন্য তালিকা পাঠানো হয়েছে

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours