এম হেলাল উদ্দিন নিরব (চট্টগ্রাম)
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রী থেকে চার কেজি ১০০ গ্রাম স্বর্ণসহ তাকে আটক করেছে বিমানবন্দর শুল্ক গোয়েন্দা ও এনএসআই।
এসময় এসব স্বর্ণের দাম মূল্য প্রায় ২ কোটি ৪০ লাখ টাকা।
আজ মঙ্গলবার (২৩ নভেম্বর) সকালে দুবাই থেকে বাংলাদেশ বিমানের ফ্লাইটে আসা এক যাত্রীর কাছ থেকে স্বর্ণগুলো জব্দ করা হয়।
জব্দ করা স্বর্ণগুলোর বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন চট্টগ্রাম বিমানবন্দরে পরিচালক উইং কমান্ডার ফরহাদ হোসেন খান।
তথ্য সূত্রে জানা গেছে, আটককৃত যাত্রী দুবাই থেকে বাংলাদেশ বিমানের যাত্রী,তার নাম মো. সোহেল সে অবৈধভাবে স্বর্ণগুলো নিয়ে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে এনএসআই ও শুল্ক গোয়েন্দা অভিযান চালিয়ে স্বর্ণের বারসহ তাকে আটক করা হয়েছে ।
জানা গেছে, সোহেলের কাছ থেকে ২৬টি স্বর্ণের বার, স্বর্ণের পাত ও স্বর্ণালংকার পাওয়া গেছে। আটক সোহেলের বাড়ি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায়।
+ There are no comments
Add yours