এম হেলাল উদ্দিন নিরব চন্দনাইশ (চট্টগ্রাম) >>
দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার সাঙ্গু নদীর ওপর সাঙ্গু সেতু ও একই উপজেলার বরুমতি খালের ওপর মাজার পয়েন্ট সেতুসহ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ছয় লেনবিশিষ্ট চারটি নতুন সেতু নির্মাণকাজ খুব দ্রুতগতিতে এগিয়ে চলছে।
চারটি সেতুতে ব্যয় ধরা হয়েছে ৭৫১ কোটি ৮ লক্ষ টাকা।ক্রমান্বয়ে দৃশ্যমান হচ্ছে সেতুগুলো।ইতিমধ্যে কক্সবাজার জেলার চকরিয়ায় মাতামুহুরি সেতু এবং চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার সাঙ্গু সেতুর তিন লেনের কাজ সম্পন্ন হয়েছে।
যানবাহন চলাচলের সুবিধার্থে গত ১০ নভেম্বর মাতামুহুরি সেতুর তিন লেন উম্মুক্ত করে দেওয়া হয়েছে। আগামী ২/৩ দিনের মধ্যে সাঙ্গু সেতুর তিন লেনও যানচলাচলের জন্য উম্মুক্ত করে দেওয়া হবে বলে প্রকল্প সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
চন্দনাইশের বরুমতি খালের ওপর মাজার পয়েন্টে মূল সেতুর কাজ শেষে এখন চলছে সড়ক নির্মাণ কাজ। আর পটিয়া ইন্দ্রপুল সেতুতে চলছে স্ল্যাব বসানোর কাজ।
+ There are no comments
Add yours