কর্ণফুলীতে ৩ ইউনিয়নে তীব্র লড়াইয়ের আভাস, সহিংসতার আশংকা

Estimated read time 1 min read
Ad1

মোঃ সারোয়ার কর্ণফুলী

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কর্ণফুলীতে এবার চার ইউনিয়নে ইউপি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

এই চারটি ইউনিয়নের মধ্যে ৩ টি ইউনিয়নে তীব্র লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে।সাথে সহিংসতার মতো ঘটনাও ঘটতে পারে বলে আশংকা করছেন সাধারণ মানুষ।

ইউনিয়ন গুলো হলো- শিকলবাহা, চরলক্ষ্যা এবং জুলধা।শিকলবাহা ইউনিয়নে নৌকা প্রতীক পেয়েছেন – ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল করিম ফোরকান। বিপরীতে স্বতন্ত্র থেকে প্রতিদন্ধীতা করছেন কর্ণফুলী উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও বর্তমান চেয়ারম্যান জাহাঙ্গীর আলম।

চরলক্ষ্যা ইউনিয়নে নৌকা প্রতীকে মনোনীত হয়েছেন – উপজেলা যুবলীগের সভাপতি সোলেমান তালুকদার। বিপরীতে আওয়ামীলীগ থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন আওয়ামী লীগ নেতা এবং বর্তমান চেয়ারম্যান মোঃ আলী।আওয়ামী লীগের নাছির আহমেদ।

এছাড়া অন্যান্য মতাদর্শীদের মধ্যে আছেন এটিএম হানিফ এবং  ইব্রাহিম মিয়া।জুলধায় নৌকা প্রতীকে মনোনয়ন পেয়েছেন হাজী নুরুল হক। এর বিপরীতে আওয়ামী লীগ থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদন্ধীতা করছেন।

জুলধা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান আলহাজ্ব রফিক আহমেদ ও উপজেলা যুবলীগের উপমুক্তিযোদ্ধোবিষয়ক সম্পাদক মোঃ মুছা।

এই তিন ইউনিয়নে নৌকার বিপরীতে আওয়ামী লীগ নেতারা প্রার্থী হওয়ায় তীব্র লড়াই হবে বলে মনে করেছেন সাধারণ মানুষ। সাথে পেশি শক্তির ব্যবহার হলে তীব্র সহিংসতা হওয়ার আশংকা করছেন তারা।

এদিকে বড়উঠান ইউনিয়নে নৌকা প্রতীকে মনোনীত হয়েছেন বর্তমান চেয়ার দিদারুল আলম।বিপরীতে ইসলামি আন্দোলনের  প্রার্থী সাইফুদ্দীন দৌলতপুরী প্রতিদন্ধীতা করছেন।

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours