রাঙ্গুনিয়া প্রতিনিধি >>
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ৫ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচনে ৩টিতে বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রার্থী বিজয়ী হয়েছেন আর অন্য দিকে ২টিতে বিদ্রোহী প্রার্থী বিজয়ী হয়েছেন।
রোববার (২৮ নভেম্বর) রাতে সংশ্লিষ্ট ইউনিয়নের রিটার্নিং কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করেছেন। উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, রাঙ্গুনিয়ার ১৩ ইউনিয়নের মধ্যে আগেই ৮ ইউনিয়নে আওয়ামীলীগের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন।
কিন্তু বাকী ৫ ইউনিয়নে চেয়ারম্যান পদে ভোট গ্রহন করা হয়। এতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ইসলামপুরে সিরাজ উদ্দিন চৌধুরী, দক্ষিণ রাজানগরে আহামদ ছৈয়দ তালুকদার, হোছনাবাদে দানু মিয়া নির্বাচিত হয়। লালানগরে বিদ্রোহী প্রার্থী রফিকুল ইসলাম তালুকদার ও বেতাগী ইউনিয়নে মো. শফিউল আলম নির্বাচিত হয়েছেন।
২ নাম্বার হোছনাবাদ আ’লীগ প্রার্থী মো. দানু মিয়া ৬,৫৯০ ভোট। স্বতন্ত্র মির্জা মো. জসিম উদ্দিন ৫৯৭ ভোট। ১৩ নম্বর ইসলামপুর আ’লীগ প্রার্থী সিরাজ উদ্দিন চৌধুরী জয়ী। স্বতন্ত্র ছিলেন সিরাজুদ্দৌল্লাহ দুলাল। প্রাপ্ত ভোট জানা যায় নি। ১৪ নাম্বার দক্ষিণ রাজানগর আ’ প্রার্থী আহমদ ছৈয়দ তালুকদার ৭,১১৬ ভোট।
স্বতন্ত্র এনামুল হক মিয়া ৩,১২৮ ভোট।। ৭ নম্বর বেতাগী স্বতন্ত্র প্রার্থী শফিউল আলম শফি ৮,৩২৮ ভোট। আ’লীগ প্রার্থী ২,৫৯২ ভোট। ১৫ নম্বর লালানগর স্বতন্ত্র প্রার্থী রফিকুল ইসলাম তালুকদার ৪,৩৩৬ ভোট। আ’লীগ প্রার্থী মীর তৌহিদুল ইসলাম কাঞ্চন ২,৯৫৮ ভোট।
এদিকে সকাল থেকেই ভোটাররা নিজ নিজ কেন্দ্রে গিয়ে লাইনে দাড়িয়ে ভোট প্রদান করেছেন। বিভিন্ন ইউনিয়ন নির্বাচন সকাল থেকে সুষ্ঠু এবং শান্তিপূর্ণ ভাবে অনুষ্টিত হয়েছে। কিছু ইউনিয়নের প্রার্থীদের অভিযোগ পাওয়া গেছে। কিছু বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে মোটামুটি সুষ্ঠুভাবে নির্বাচন শেষ হয়েছে।
+ There are no comments
Add yours