কুড়িগ্রামে ভোট পুণগণনার দাবিতে চেয়ারম্যান প্রার্থীদের পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

Estimated read time 1 min read
Ad1

ইউনুস আলী,কুড়িগ্রাম প্রতিনিধি >>

তৃতীয় ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে কুড়িগ্রামের যাত্রাপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ঘোষণা ও ভোট পুর্ণগণনার দাবিতে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেছে ওই ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীরা।

মঙ্গলবার (৩০ নভেম্বর) দুপুরে কুড়িগ্রাম প্রেস ক্লাবে ভোট গণনায় কারচুপির অভিযোগ তুলে পুণগণনার দাবিতে একসাথে সংবাদ সম্মেলণ করেন নৌকা, মোটরসাইকেল ও চশমা প্রতীকের প্রার্থী।

এসময় বক্তব্য রাখেন নৌকার প্রার্থী বীর মুক্তিযোদ্ধা ডা: মো: শাখাওয়াত হোসেন, মোটর সাইকেল প্রার্থী মো: শাহজামাল সরকার ও চশমা প্রতীকের মো: আইয়ুব আলী সরকার।

এর আগে প্রেস ক্লাবে ওই ইউনিয়নের আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আব্দুল গফুর প্রতিটি কেন্দ্রের ফলাফলের ভিত্তিতে নির্বাচিত হওয়ার দাবি করে চুড়ান্ত ফলাফল ঘোষণার দাবি করেন।

উল্লেখ্য গত ২৮ নভেম্বরের নির্বাচনে যাত্রাপুর ইউনিয়নের ঝুনকার চর সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ভোট গ্রহণ শেষে ফেরার পথে ফাকা ব্যালট বক্স ছাড়া ব্যালট পেপার ভোট গ্রহণের সামগী ছিনতাই করে নেয় দুবৃর্ত্তরা। এ কারনে ওই ইউনিয়নের ফলাফল ঘোষণা স্থগিত করেছে নির্বাচন কমিশন।

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours