শীতকালীন সবজি চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা

Estimated read time 1 min read
Ad1

এম হেলাল উদ্দিন নিরব চট্টগ্রাম 

দক্ষিণ চট্টগ্রামের পটিয়া,চন্দনাইশ, দোহাজারী,সাতকানিয়া, বাজারের চাহিদা বিবেচনায় রেখে একটু বেশি লাভের আশায় সবজিতে স্বপ্ন বুনছেন কয়েকটি উপজেলার কৃষকরা।

এরই মধ্যে কৃষকরা লাল শাক, লাউ, বেগুন, শিম, মূলা, ফুলকপি, বাঁধাকপি, টমেটো ও শসাসহ বিভিন্ন সবজির চাষাবাদ শুরু করেছেন। আর তিন থেকে চার সপ্তাহ পর এসব সবজি বাজারজাত করবেন এমনটাই আশা এখানকার কৃষকদের।

খোঁজ নিয়ে জানা যায়, চলতি বছর আবহাওয়া অনুকূলে থাকায় কয়েক সপ্তাহের মধ্যেই ক্ষেত থেকে উঠবে শীতকালীন শাক-সবজি। বেশি লাভ ও বাম্পা ফলন হবে এমনটাই স্বপ্ন কৃষকদের।

এছাড়াও চট্টগ্রামের পটিয়া,চন্দনাইশ, দোহাজারী,সাতকানিয়া এসব জায়গা সবজি এলাকা হিসেবে বিখ্যাত।পটিয়া উপজেলায় সব চেয়ে বেশি সবজি চাষ করা হয় কেলিশহর,কচুয়ায়,ভাটিখাইন,জায়গা গুলোতে।

পটিয়া উপজেলার কেলিশহর এলাকার কৃষক শাহ আলম খবর বাংলাকে বলেন, আমি প্রতি বছর শীতকালীন শসা, টমেটো সবজি চাষ করি এবং বাজারে ভালো দামে বিক্রি করতে পারি।

এই বছর ৮ একর জমিতে শসা ও টমেটোর ক্ষেত করেছি যদি ফলন ভালো হয় তাহলে আশা করি গত বছরের তুলনায় এই বছর বেশি লাভবান হবো।

দোহাজারী উপজেলার কৃষক রমজান মিয়া খবর বাংলাকে বলেন, পাঁচ হাজার টাকা খরচ করে লাউ শাক চাষ করেছি। শাকের ফলন খুব ভালো হয়েছে। কিছুদিন পর এই লাউ শাক বিক্রি করে ১৫ থেকে ২০ হাজার টাকা লাভ হবে।

সাতকানিয়া উপজেলার কৃষক মোশারফ মিয়া খবর বাংলাকে বলেন, শীতের শুরুতে শীতকালীন সবজি বাজারে তুলতে পারলে দাম ভালো পাওয়া যায়।

পাশাপাশি বাজারে চাহিদা থাকার কারণে তিনি এবছর শীতকালীন সবজি হিসেবে লাউ, শিম ও বেগুনের চাষ করেছেন। আগামী দুই থেকে তিন সপ্তাহরে মধ্যে এসব আগাম সবজি বাজারে বিক্রি করতে পারবেন।

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours