এম হেলাল উদ্দিন নিরব চন্দনাইশ >>
দক্ষিণ চট্টগ্রামের -কক্সবাজার মহাসড়কের চন্দনাইশ উপজেলার দোহাজারী সাঙ্গু সেতুতে যানবাহন চলাচল শুরু হয়েছে। রোড মার্কিং শেষে মঙ্গলবার বেলা ১০ টা থেকে সেতুটিতে যানবাহন চলাচলের জন্য প্রাথমিকভাবে উন্মুক্ত করা হয়।
এর আগে সেতুটির সংযোগ সড়কসহ তিন লেনের কাজ পুরোপুরি শেষ করা হয়। এদিকে নবনির্মিত তিন লেনের সাঙ্গু সেতুটি যানবাহন চলাচলের জন্য খুলে দেয়ার পরপরই পাশের পুরনো সেতুটি অপসারণের কাজও শুরু করা হয়েছে।
তথ্যসূত্রে জানা যায়, চট্টগ্রাম-কক্সবাজার জাতীয় মহাসড়কটি নির্মিত হবে ছয় লেনের এক্সপ্রেসওয়ে। সে ডিজাইনের সঙ্গে সঙ্গতি রেখেই মহাসড়কের দোহাজারী সাঙ্গু সেতুসহ চারটি সেতু নির্মিত হচ্ছে ছয় লেনের।
ক্রস বর্ডার রোড নেকওয়ার্ক ইমপ্রুভমেন্ট প্রজেক্টের প্রকল্প পরিচালক জুলফিকার আহমেদ বলেন, সেতুটিতে ৭৫১ কোটি টাকা ব্যয়ে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ছয় লেনের চারটি সেতু নির্মাণ করা হচ্ছে।
এগুলো হল ২৩৮ মিটার লম্বা দোহাজারী সাঙ্গু সেতু, ৩২১.৪৫ মিটার লম্বা চকরিয়ার মাতামুহুরী সেতু, চন্দনাইশের বরুমতি খালের উপর ৬০.১৫ মিটার লম্বা মাজার পয়েন্ট সেতু এবং ৬০ মিটার লম্বা সেতু। প্রতিটি সেতুরই প্রস্থ ৩১.২০ মিটার।
এরমধ্যে গত ১০ নভেম্বর চকরিয়ার মাতামুহুরী সেতুটির তিন লেনের কাজ শেষে যানবাহন চলাচলের জন্য প্রাথমিকভাবে উন্মুক্ত করা হয় এবং সর্বশেষ গতকাল মঙ্গলবার সকাল থেকে দোহাজারী সাঙ্গু সেতুটিও যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করা হল।
পাশাপাশি এই ২টি সেতুর পাশে বিদ্যমান পুরনো সেতু ২টি অপসারণের কাজ চলছে। পুরনো সেতু ২টি পুরোপুরি অপসারণ করা হলে বাকি তিন লেনের কাজও দ্রুততার সাথে শুরু করা হবে।
যানবাহন চলাচলের জন্য প্রাথমিকভাবে উন্মুক্ত করে দেয়া দোহাজারী সাঙ্গু সেতু ও চকরিয়ার মাতামুহুরী সেতু চলতি ডিসেম্বর মাসের ১ম সপ্তাহে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এজন্য প্রকল্প সংশ্লিষ্টরা দ্রুততার সঙ্গে কাজ চালিয়ে যাচ্ছেন।
এছাড়াও চন্দনাইশের বরুমতি খালে মাজার পয়েন্ট সেতুটির একসাথে ছয় লেনের কাজই শেষ হয়েছে। এখন এপ্রোচ সড়কের কাজ চলমান। আগামী বছরের জানুয়ারি মাসের মধ্যে মাজার পয়েন্ট সেতুর শতভাগ কাজ শেষ করা সম্ভব হবে বলে তিনি আশা করেন।
প্রকল্প সংশ্লিষ্ট সূত্রে আরো জানা যায়, বাংলাদেশ সরকার ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) অর্থায়নে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এই চারটি সেতু নির্মিত হচ্ছে।
+ There are no comments
Add yours