বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ইউনিটের আয়োজনে নগরীর এক কমিউনিটি সেন্টারে ৪৯ তম বার্ষিক সাধারণ সভা গত ৫ ডিসেম্বর অনুষ্ঠিত হয়।
সোসাইটির ম্যানেজিং বোর্ড সদস্য ও জেলা রেড ক্রিসেন্টের ভাইস চেয়ারম্যান ডাঃ শেখ শফিউল আজম এর সভাপতিত্বে সভায় ইউনিট কার্যক্রমের বার্ষিক রিপোর্ট উপস্থাপন ইউনিটের সেক্রেটারী আসলাম খান।
জেলা রেড ক্রিসেন্ট এর কার্যকরী পরিষদ সদস্য রাশেদ খান মেনন এর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকবাজার ওয়ার্ড কাউন্সিলয় নুর মোস্তাফা টিনু.উপস্থিত ছিলেন জেলা ইউনিটের কার্যকরী পর্ষদ দোলন মজুমদার, সাবেদুর রহমান সমু, ডা:আইরিন সুলতানা,মো:আব্দুল মোনাফ,মোঃ ইসমাইল হক চৌধুরী ফয়সাল, আরো উপস্থিত ছিলেন জেলা রেড ক্রিসেন্ট এর ইউনিট লেভেল অফিসার আবদুর রশিদ খান,যুব রেড ক্রিসেন্ট এর যুব প্রধান গাজী ইফতেকার হোসেন ইমু, জেমিসন রেড ক্রিসেন্ট মাতৃসদন হাসপাতালের ইনচার্জ মো:মোস্তাফিজুর রহমান,সংগঠনের বার্ষিক কার্যক্রমের বিভিন্ন বিষয়ের উপর বক্তব্য রাখেন আজীবন সদস্যদের পক্ষে সাবেক নির্বাচন কমিশনার এডভোকেট হাসান আলী,শেখ সরোযার্দী, শাহজাহান সূফী, সাইফুল ইসলাম,শফিউল আলম,শেখ মাকসুদুর রহমান, ডাঃ মাহববুল আলম ও অন্যান্যরা।
সভায় ৪৮ তম বার্ষিক সাধারণ সভা ও ওজিএম সভার কার্যবিবরণী-২০২১,সালে চট্টগ্রাম জেলা ইউনিট ও জেমিসন রেড ক্রিসেন্ট মাতৃসদন হাসপাতালের ২০২২ সালের কার্যক্রমের প্রতিবেদন, অডিট রির্পোট, ইউনিটের ও হাসপতালের ২০২২ সালের বার্ষিক আয়- ব্যয় বার্ষিক বাজেট, ইউনিট ও মাতৃসদন হাসপাতালের আয় ব্যয়ের খরচ অনুমোদন, ২০২১ সালের ইউনিট ও হাসপাতালের কার্যক্রমের প্রতিবেদন ৪৯ তম বার্ষিক সাধারণ সভায় উপস্থিত আজীবন ও বার্ষিক সদস্যদের সর্ব সম্মতিক্রমে অনুমোদন হয়।
সভাপতির বক্তব্যে ডাঃ শেখ শফিউল আজম বলেন, রেড ক্রিসেন্ট মানবসেবায় অবদান রেখে যাচ্ছে।গত নয়মাস বৈশ্বিক মহামারী করোনা প্রার্দুভাবকালে চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্টের তত্ত্বাবধানে যুব রেড ক্রিসেন্ট স্বেচ্ছাসেবকদেও কর্মকান্ডের জন্য সারা বাংলাদেশে চট্টগ্রাম জেলা ইউনিট প্রশংসশিত হয়।
করোনা নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রদর্শিত পথে রেড ক্রিসেন্ট অসহায়, দুস্থ মানুষের পাশে থাকে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও কাজ করার অভিপ্রায় ব্যক্ত করেন। আজকে এ বার্ষিক সাধারণ সভা দিনটি আমাদের ঐতিহাসিক দিন।
+ There are no comments
Add yours