নিজস্ব প্রতিবেদক :
বান্দরবানের লামায় নানান পদক্ষেপে পালিত হয়েছে দুর্নীতি বিরোধী দুবস আপনার অধিকার, আপনার দায়িত্ব: দুর্নীতিকে না বলুন” এই প্রতিপাদ্য বিষয় নিয়ে পালিত হয় দুর্নীতি বিরোধী দিবস।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুল্লাহ মোহাম্মদ ইমতিয়াজ এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামাল, দিসবটিতে নানা কর্মসূচী পালিত হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে আরো উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোস্তফা জাবেদ কায়সার, সহকারী কমিশনার (ভূমি) কাজী আতিকুল ইসলাম, উপজেলঅ দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি বাবু অংথিং, ভাইস চেয়ারম্যান মিলকী রাণী দাশ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার তপন কান্তি চৌধুরী, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আব্দুর শুক্কুর, লামা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার ইংরেজী প্রভাষক এম তমিজ উদ্দিন সহ প্রমূখ।
আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আব্দুর শুক্কুর। বক্তারা দুর্নীতি প্রতিরোধ ও বন্ধে নানা দিক সমূহ তুলে ধরেন।
জাতিসংঘ ২০০৩ সালে ৯ ডিসেম্বরকে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ঘোষণা করে। সে হিসেবে এবার ১৯তম আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস।
জাতিসংঘ সারা বিশ্বকে দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ করার লক্ষ্যেই ইউনাইটেড ন্যাশনস কনভেনশন অ্যাগেইনেস্ট করাপশনের (আনকাক) মাধ্যমে দুর্নীতি বিরোধী কার্যক্রম পরিচালনা করছে। বাংলাদেশ আনকাকের সদস্য রাষ্ট্র হিসেবে দুর্নীতি দমন কমিশন ২০০৭ সালে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন শুরু করে। যদিও সরকারিভাবে ২০১৭ সাল থেকে দিবসটি উদযাপিত হচ্ছে।
+ There are no comments
Add yours