লামায় শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে আলোচনা সভা

Estimated read time 0 min read
Ad1

নিজস্ব প্রতিবেদক ::

বান্দরবানের লামায় ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৪ ডিসেম্বর২১ ইং) সকালে লামা উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় উপস্থিত ছিলেন লামা নির্বাহী অফিসার মোঃ মোস্তফা জাবেদ কায়সার, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা শেখ মাহবুবুর রহমান,দুই ভাইস চেয়ারম্যান মিল্কি রাণী দাশ,মোঃ জাহেদ উদ্দিন, শিক্ষা অফিসার তপন কুমার চৌধুরী, পিআইও মোঃ মজনুর রহমানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ সহ প্রমুখ ।

আলোচনা সভায় বক্তারা শহীদ বুদ্ধিজীবী দিবসের তাৎপর্য তুলে ধরেন এবং বুদ্ধিজীবী দিবসে সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধায় স্মরণ করেন।

এছাড়া বক্তারা বলেন, পাকিস্তানী হানাদার বাহিনী যখন বুঝতে পেরেছিলো তারা যুদ্ধে হেরে যাবে তখন এদেশকে মেধা শূণ্য করতে তারা জাতির সূর্য সন্তানদের হত্যা করার পরিকল্পনা করে। এবং তাদের হাতেই এরকম জঘন্য কার্যক্রম সংঘটিত হয়েছিল।

যেটি এদেশের জন্য ছিলো অপূরণীয় ক্ষতি।কিন্তু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এই দেশ আবারোও ঘুরে দাঁড়ায়। এবং বর্তমানে পিতার আদর্শে তারই কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে এগিয়ে যাচ্ছে স্বপ্নের সোনার বাংলাদেশ।

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours