কুড়িগ্রামে পুলিশ মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

Estimated read time 0 min read
Ad1

ইউনুস আলী,কুড়িগ্রাম প্রতিনিধি ::

মহান স্বাধীনতা যুদ্ধে পাকহানাদার বাহিনীর বিরুদ্ধে প্রথম প্রতিরোধ গড়ে তোলে পুলিশ। এ যুদ্ধে কুড়িগ্রামের ১৩৭জন পুলিশ সদস্য সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহন করেন। তাদের মধ্যে এখন জীবিত আছেন ৯১জন।

জীবিত মুক্তিযোদ্ধা এবং প্রায়ত মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যদের সম্মানে কুড়িগ্রাম জেলা পুলিশ সংবর্ধনার আয়োজন করে। শুক্রবার কুড়িগ্রাম পুলিশ লাইন কনফারেন্স রুমে আয়োজিত সংবার্ধনা সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা।

প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম, বীর মুক্তিযোদ্ধা শওকত আলী সরকার বীরবিক্রম, বীরমুক্তিযোদ্ধা আব্দুল হাই সরকার বীরপ্রতিক, বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশীদ লাল,জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মঞ্জু, মুক্তিযুদ্ধের গবেষক ও উত্তরবঙ্গ জাদুঘরের চেয়ারম্যান অ্যাডভোকেট এস এম আব্রাহাম লিংকন, কুড়িগ্রাম সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মীর্জা নাসির উদ্দিন, প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আহসান হাবীব নীলু, ডঃ আনোয়ার হোসেন মন্ডল, জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক অধ্যক্ষ রাশেদুজ্জামান বাবু, অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমিন প্রমুখ।

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours