মো. মুবিনুল হক মুবিন, নাইক্ষ্যংছড়ি ::
বান্দরবানের নাইক্ষ্যংছড়িস্থ ১১ ব্যাটালিয়ন (বিজিবি’র) আওতাধীন লেম্বুছড়ি বিওপির টহল দল দোছড়ি ইউপির ওয়াছাখালী সেগুন বাগান এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় দুইটি একনলা বন্দুক উদ্ধার করেছে।
বিজিবি জানান, গোপন সংবাদের ভিত্তিতে (শুক্রবার) (১৭ ডিসেম্বর) রাত ২টার দিকে অস্ত্র ২টি উদ্ধার করা হয়। বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবি’র জোন কমান্ডার লেঃ কর্ণেল নাহিদ হোসাইন ।
অপরদিকে একই উপজেলা থেকে কক্সবাজার ৩৪ বিজিবির অধীনস্থ ঘুমধুম রেজু বিওপির জোয়ানরা অভিযান চালিয়ে ৩০ হাজার পিস ইয়াবাসহ এক উপজাতি মাদক কারবারিকে আটক করেছে।
বিজিবি সূত্রে জানায়, বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪ টার দিকে রেজু পাড়া বিওপির বিজিবি’র টহলদল পাতাবাড়ি সংলগ্ন এলাকা থেকে যাত্রীবাহী একটি সিএনজি তল্লাশী করে এসব ইয়াবাসহ নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের মারোগ্যা পাড়ার মং থোয়াই মার্মা’র ছেলে উক্য থোয়াই মার্মা (৩৮) কে আটক করতে সক্ষম হয়। এ বিষয়ে নাইক্ষংছড়ি থানায় মামলা দায়ের করা হয়
+ There are no comments
Add yours