ফুলবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতে দুই মাদক সেবকের কারাদন্ড

Ad1

ফুলবাড়ী প্রতিনিধি ::

কুড়িগ্রামের ফুলবাড়ীতে দুই মাদক সেবকের ভ্রাম্যমাণ আদালতে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড ও নগদ অর্থদন্ড করা হয়েছে।

রবিবার দুপুরে সহকারীক মিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিমল চাকমা ঘটনাস্থলে দুই মাদক সেবীকে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে প্রত্যেকের ১ মাসের বিনাশ্রম কারাদন্ড ও নগদ ১০০ টাকা জরিমানা করেছেন।

তারা হলেন বগুড়া সদর উপজেলার চকলোকমান গ্রামের জিন্নাতুল ইসলামের ছেলে জিহাদুল ইসলাম (৩২) ও পার্শবর্তী শাহাজানপুর উপজেলার বেজোড়া উত্তর পাড়া গ্রামের চান মিয়া প্রামানিকের ছেলে শফিকুল ইসলাম (৪২)।

এর আগে রবিবার সকালে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি)কুড়িগ্রাম জেলা কার্যালয়ের উপ-পরিদর্শক আছাদুল হকের নেতৃত্বে একটি টিমফুলবাড়ী উপজেলার শিমুলবাড়ী জ্যোতিন্দ্র নারায়ণ এলাকায় ওই দুই মাদক সেবীকেহাতেনাতে আটক করে।

এ সময় দেহ তল্লাশী করে দুই জনের কাজ থেকে ১২০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।পরে ২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৬ এর ৫ধারায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট এ রায় দেন বলে নিশ্চিত করেছেন ডিএনসির উপ-পরিদর্শক আছাদুল হক।

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours