খবর বাংলা ডেস্ক:
চট্টগ্রাম: হাটহাজারীর উত্তর মাদার্শায় অগ্নিকান্ডে দুটি বসতঘর ও ঘরে রক্ষিত নগদ অর্থ’সহ যাবতীয় মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।এসময় একটি ছাগল জীবন্ত দগ্ধ হয়ে মারা যায়।
বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) রাতে ইউনিয়নের ৭নং ওয়ার্ডের উমেশ চন্দ্র শীলের বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও স্থানীয়দের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
এতে ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক দশ লক্ষাধিক টাকা হবে বলে দাবী ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর।
জানা যায়, বৃহস্পতিবার রাত আনুমানিক সোয়া আটটার দিকে উমেশ চন্দ্র শীলের বাড়ির মিলন শীল ও স্বপন কুমার শীলের বাড়িতে হঠাৎ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।আগুনে স্বপন শীলের সাড়ে পাঁচ লাখ নগদ টাকাও পুড়ে যায়।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে হাটহাজারী থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছলে রাস্তার জন্য ফায়ার সার্ভিসের গাড়ি দুর্গত স্থানে পৌঁছাতে বেগ পেতে হয়। তবে স্থানীয়রা নিজেদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।
উত্তর মাদার্শা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মেম্বার কাজী আবু তালেব অগ্নিকাণ্ডের বিষয় গণমাধ্যমকে নিশ্চিত করে বলেন, এই অগ্নিকাণ্ডে এক ব্যক্তির নগদ সাড়ে পাঁচ লক্ষ টাকা পুড়ে ছাই হয়ে গেছে। দুই পরিবার একেবারে নিঃস্ব হয়ে গেছে।
+ There are no comments
Add yours