গতকাল রাতে (২৬ ডিসেম্বর) চট্টগ্রাম সার্কিট হাউজে বিভাগীয় পর্যায়ের কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।তিনি বলেন, চট্টগ্রামের জলাবদ্ধতার সমস্যা সমাধানে আমরা ফেল করতে পারি না। চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে তিনি সর্বাধিক গুরুত্ব দেওয়ার বিষয়ে পানি সম্পদ বিভাগ, সিডিএ, সিটি কর্পোরেশনকে যৌথভাবে উদ্যোগ নেওয়ার জন্য আহ্বান জানান। জলাবদ্ধতা নিয়ে চারটি প্রকল্প চলমান রয়েছে। তিনি এই প্রকল্পগুলো আন্তরিকভাবে বাস্তবায়নের নির্দেশ দেন।
তিনি বলেন ,হালদা নদী মাছের পোনা পাওয়ার সবচেয়ে বড় উৎস । কিন্তু বিভিন্ন কারণে হালদার পানি কমে যাচ্ছে । এটি হালদার পোনার জন্য খুবই সমস্যা হয়ে যাচ্ছে। মা মাছের ডিম ছাড়ার ক্ষেত্রে পলিথিন মারাত্মক সমস্যা তৈরি করছে। এইগুলো সমাধানে সকলকে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে।
তিনি আরো জানান ছাত্রছাত্রীদের জন্য কোভিড টিকা কার্যক্রম চলছে। আরো গুরুত্ব দিয়ে সকলকে ছাত্রছাত্রীদেরকে টিকার আওতায় আনতে হবে। ওমিক্রণ প্রতিরোধে এখন থেকেই প্রস্তুতি গ্রহণ করতে হবে। তিনি মানুষকে সচেতন করার বিষয়ে গুরুত্ব দেন। এই বিষয়ে জন প্রতিনিধি, মিডিয়া, টিভি, বেতার, তথ্য অধিদফতর ও গণযোগাযোগ অধিদপ্তরের সহায়তা নেওয়ার জন্য পরামর্শ দেন।
তিনি বলেন, চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে আগামী ১ জানুয়ারি ২০২২ থেকে করোনা টেস্ট চালু করা হবে। এতে চারটি আলাদা কাউন্টার থাকবে। একদিনে প্রায় ৭০০ জনকে টেস্ট করানো সম্ভব হবে। তাই জানুয়ারি থেকে কয়েকটি আন্তর্জাতিক ফ্লাইট এই বিমান বন্দর থেকে চলাচল করবে।
তিনি জাতীয় শুদ্ধাচার কৌশল বিষয়ে বক্তব্য রাখতে গিয়ে বলেন দূর্নীতি,ঘুষ, চুরি এইগুলো থেকে নিজেকে দূরে রাখতে হবে। প্রত্যেকের চরিত্র ঠিক করতে হবে।
বিশেষে অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়েরে সাবেক সচিব কামরুন নাহার বলেন প্রত্যেকটি প্রকল্প, প্রত্যেকটি প্রোগ্রাম জনগণের সাথে জড়িয়ে আছে। জনগণের অংশগ্রহণ ছাড়া কোন প্রকল্প সফল হতে পারে না। তিনি বাল্যবিবাহ, যৌতুক ও নারী-নির্যাতন বন্ধে সকলকে ভূমিকা রাখার আহ্বান জানান।
চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মোঃ কামরুল হাসান এনডিসির সভাপতিত্বে সভায় চট্টগ্রাম নৌবাহিনীর কমান্ডার রিয়ার এডমিরাল মোহাম্মদ মোজাম্মেল হক সহ বিভিন্ন সরকারি দপ্তরের বিভাগীয় কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।
+ There are no comments
Add yours